ঢাকা | ডিসেম্বর ২৬, ২০২৪ - ৫:৫২ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

কেন্দ্রীয় কারাগারে হাজতির মৃত্যু

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Friday, July 21, 2023 - 11:01 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 107 বার

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারের মো. হামিদুর রহমান (৩৯) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। গত বুধবার (১৯ জুলাই) মধ্যরাতে কেন্দ্রীয় কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাত তিনটার দিকে তাকে মৃত ঘোষণা করেন। মৃত মো. হামিদুর রহমান টাঙ্গাইল জেলার নগরপুর ইউনিয়নের মাইলজানী এলাকার হারুন-অর রশিদের ছেলে।

 

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি করে জানান, সবুজ কেন্দ্রীয় কারাগারে হাজতি হিসেবে ছিলেন, তার হাজতি নম্বর ১৫৫১ /এ।মরদেহ ময়নাতদন্তের জন্য জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হবে। ময়নাতদন্তের পর মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে।