ঢাকা | ডিসেম্বর ২৩, ২০২৪ - ১০:১০ অপরাহ্ন

সাংবাদিক নাদিমের মাগফেরাত কামনায় হাটহাজারী সাংবাদিক ঐক্য পরিষদ

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Saturday, July 22, 2023 - 9:23 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 295 বার

চট্টগ্রাম:সন্ত্রাসীদের হাতে খুন জামালপুর বকশীগঞ্জের সাংবাদিক নাদিমের আত্মার মাগফেরাত কামনায় হাটহাজারী সাংবাদিক ঐক্য পরিষদ দোয়া মাহফিল করেছেন। শুক্রবার সন্ধ্যায় পরিষদের আয়োজনে দোয়া মাহফিলে সভাপতিত্ব করেছেন সভাপতি আসলাম পারভেজ( দৈনিক ইনকিলাব)। সাধারণ সম্পাদক মোঃ বোরহান উদ্দিন (দৈনিক যায়যায়দিন)’র সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন, নির্বাহী সদস্য সিনিয়র সাংবাদিক শ্যামল নাথ (দৈনিক বঙ্গজননী), সাংগঠনিক সম্পাদক মোঃ আলমগীর হোসেন (দৈনিক কালবেলা), যুগ্ম

সম্পাদক উজ্জল নাথ (ডেইলী অবজারভার), সহ-সাংগঠনিক সুমন পল্লব (নিউ নেশন), মোহাম্মদ আবু নোমান (দৈনিক জনবাণি), এইচ এম এরশাদ (দৈনিক একুশের বাণি)। আলোচনা শেষে দোয়া মোনাজাত পরিচালনা করেন সংগঠনের উপদেষ্ঠা মোঃ আবুল বাশার (দৈনিক নয়াদিগন্ত)। এসময় স্থানীয় সাংবাদিক এম ওসমান গণি (দৈনিক তৃতীয় মাত্রা)’র দ্রুত সুস্থতায়ও দোয়া করা হয়। সভায় বক্তারা বলেন, সাংবাদিকরা জীবনের ঝুঁকি নিয়ে এলাকার দুর্ভোগ, দুর্নীতি, অনিয়মসহ বিভিন্ন বিষয় নিয়ে প্রতিবেদন করেন।

বিশেষ করে দুর্নীতির প্রতিবেদন করলেই দুর্নীতিবাজরা ক্ষিপ্ত হয়ে সেই সাংবাদিকদের নানানভাবে হয়রানি করেন। কখনো মামলা কখনো হামলা করেন। কখনোবা দুর্নীতির বিরুদ্ধে কলম থামাতে সাংবাদিকদের খুন করতে দ্বিধাবোধ করেন না। যেভাবে খুন করা হয়েছে সাংবাদিক নাদিমকে। তাই দেশের কলম সৈনিকদের ঐক্যের বিকল্প নাই। যে কোন অন্যায় রোধে দুর্নীতিবাজদের রক্তচক্ষুকে দাঁতভাঙা জবাব দিতে হবে।