ঢাকা | ডিসেম্বর ২৩, ২০২৪ - ৬:৪৮ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম পানার মৃত্যুতে সৈনিক লীগ নেতা শিমুলের শোক

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Saturday, July 22, 2023 - 9:25 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 56 বার

রাজশাহী:রাজশাহীর বাঘা উপজেলার বাউসা ভেড়ালীপাড়া নিবাসী বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম পানা ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন )।

বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম পানার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বীর মুক্তিযোদ্ধার সন্তান ও বাউসা ইউনিয়ন বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি রাকিবুল ইসলাম শিমুল।

আজ এক শোক বার্তায় রাকিবুল ইসলাম শিমুল বলেন, মরহুম বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম পানা চাচা আমার বাবার খুব প্রিয় বন্ধু ও সহযোদ্ধা ছিলেন। অত্যন্ত উদ্যোগী ও প্রাণবন্ত মানুষ ছিলেন। মুক্তিযুদ্ধে তাঁর বীরত্ব ও স্বাধীনতা পরবর্তীকালে দেশ গঠনে তাঁর অক্লান্ত পরিশ্রমের কথা কৃতজ্ঞতার সাথে স্মরণ করছি।

তিনি বলেন, রাজশাহী জেলার বাঘা উপজেলা কৃতি সন্তান শহিদুল ইসলাম পানা চাচার আকস্মিক মৃত্যুতে দেশ একজন নিবেদিত প্রাণ সমাজসেবককে হারালো। দেশের সাধারণ মানুষ তার কথা শ্রদ্ধার সাথে স্মরণ করবে। এবং সেই সাথে আমি তাঁর বিদেহী আত্মার মাগফেরাত ও শান্তি কামনা করে সবার কাছে তার জন্য দোয়া চাই, যেন আল্লাহ তাকে জান্নাতবাসি করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই।

উল্লেখ্য, বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম পানা রাজশাহী জেলার বাঘা উপজেলা বাউসা ইউনিয়নের ভেড়ালীপাড়া গ্রামের বাসীন্দা। তিনি বাংলাদেশ রেলওয়েতে কর্মরত ছিলেন। স্ত্রী, এক পুত্র ও এক কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন তিনি । শুক্রবার (২১জুলাই) বাদ আসর বাউসা হাই স্কুল মাঠে বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম পানার বিদ্বেহী আত্মার মাগফেরাত ও শ্রদ্ধা জানিয়ে রাষ্ট্রীয় মর্যাদায় চির বিদায় জানানো হয়।