ঢাকা | ডিসেম্বর ২৩, ২০২৪ - ১:৩১ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

ফারুক এর কবিতা “শুনশান”

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Saturday, July 22, 2023 - 11:33 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 170 বার

এতখানি পথ সমান্তরাল হেঁটেও
হাটছি একাকী
শুনশান নীরবতায় তবুও ভেসে আসে
এক অশরীরী ধ্বনি
গঞ্জের হাটে খাঁ খাঁ রোদ্দুর
আমি ফেরারী
অনাহূত আগুন্তক দেয়না হানা
সেজেছে তালকানা
উদ্ভ্রান্ত পথিক সাজিয়েছে পসরা
নহে ধুন্ধুমার
এবেলা চলছে ভাটি নহে বিনিময়
নহে বিকিকিনি
আমি নীড়ে ফিরি শূন্যতাকে
বুক পকেটে ভরি
তবুও উপশহরে রাঙে গোধুলী
প্রতীক্ষার টানে ইতি।

ফারুক~~~
ষোলটাকা, মেহেরপুর।