ফারুক এর কবিতা “শুনশান”
এতখানি পথ সমান্তরাল হেঁটেও
হাটছি একাকী
শুনশান নীরবতায় তবুও ভেসে আসে
এক অশরীরী ধ্বনি
গঞ্জের হাটে খাঁ খাঁ রোদ্দুর
আমি ফেরারী
অনাহূত আগুন্তক দেয়না হানা
সেজেছে তালকানা
উদ্ভ্রান্ত পথিক সাজিয়েছে পসরা
নহে ধুন্ধুমার
এবেলা চলছে ভাটি নহে বিনিময়
নহে বিকিকিনি
আমি নীড়ে ফিরি শূন্যতাকে
বুক পকেটে ভরি
তবুও উপশহরে রাঙে গোধুলী
প্রতীক্ষার টানে ইতি।
ফারুক~~~
ষোলটাকা, মেহেরপুর।