হাটহাজারীতে গাছের চারা বিতরণ
সুমন পল্লব, হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রাম জেলা প্রশাসকের উদ্যোগে চট্টগ্রামে চলতি বছরে ২৩ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচীর আওতায় উপজেলার বিভিন্ন সামাজিক সংগঠনের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে। বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহিদুল আলমের সভাপতিত্বে ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোর্শেদের সঞ্চালনায় এ উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন, এসিল্যান্ড আবু রায়হান, গড়দুয়ারা ইউপি চেয়ারম্যান সরোয়ার মোর্শেদ তালুকদার, মেখল সালাউদ্দিন চৌধুরী, সাংবাদিক ঐক্য পরিষদের সেক্রেটারী বোরহান উদ্দিন প্রমূখ।