কুবির দত্ত হলে আগুন, একুশ হাজার পাঁচশত টাকার পুড়ে যাওয়ার দাবি এক শিক্ষার্থীর।
তুষার ইমরান, কুবি প্রতিনিধি : কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) আবাসিক হল শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের ৪০০৪ নং র“মে আগুনের ঘটনা ঘটেছে। এতে একুশ হাজার পাঁচশত টাকা পুড়ে যাওয়ার দাবি সাইফুল নামের এক শিক্ষার্থী। বিকাল ৩.৪০ এ দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী দত্ত হলের আবাসিক শিক্ষার্থী রিদুয়ান বলেন, বিকাল ৩.৪০এ দিকে আমি র“ম থেকে বের হয়ে গোসল করতে আসছি তখন বৃষ্টি হচ্ছে, তবে কোথাও থেকে ধোঁয়া আসতেছে তবে বুঝা যাচ্ছে না, তখন আমার বন্ধু আবিরকে ডেকে আনলাম তখন দেখতে পেলাম এ র“ম থেকে ধোঁয়া বের হচ্ছে তখন আমরা তালা খুলি আমি, সালমান, আবিরসহ আরও অনেকে ভিতরে ঢুকে ফায়ারগ্যাস দিয়ে আগুন নেভানোর চেষ্টা করি।
ভুক্তভোগী শিক্ষার্থী সাইফুল ইসলাম বলেন,আমার ব্যাগে একুশ হাজার পাঁচশ টাকা ছিল। টাকাগুলো আমাদের বিভাগের (মার্কেটিং) প্রোগামের টাকা। আমি সকালেও বাজার করেছি, আর টাকার ব্যাগটা আমি বেডের নিচে রেখে দুপুরের খাবার খেতে যায়। খেয়ে এসে দেখি র“মের সবকিছু আগুনে পুড়ে গেছে।
দত্ত হলের প্রাধ্যক্ষ ড.মোহাম্মদ মিজানুর রহমান বলেন, আমি ২.৩০ এর দিকে হল থেকে ডিনার করতে র“মে যায়, তখন হলের নিরাপত্তায় থাকা বেলায়ত আমায় ফোন করে বলে হলে আগুন ধরছে তখন তড়িঘড়ি করে আমি হলে চলে আসি। ইঞ্জিনিয়ার মাল্টিফ্যালাক থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে।
টাকার ক্ষয়ক্ষতির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমি বিষয়টি শুনেছি, র“ম আপাতত সিলঘালা করে দেওয়া হয়েছে, আর সিসিটিভি ক্যামেরা দেখে আমরা ব্যবস্থা নেবো। টাকা পুড়ে গেছে কিনা অন্য কেউ সরিয়ে নিয়েছে।