মৎস্যখাতে জাতীয় স্বর্ণপদক পাওয়ায় রাঙ্গুনিয়া প্রশাসনের উদ্যোগে সংবর্ধিত হলেন এরশাদ মাহমুদ
রাঙ্গুনিয়া প্রতিনিধি: চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার সুখবিলাস ফিসারিজ এন্ড প্লান্টেশনের চেয়ারম্যান এরশাদ মাহমুদ মৎস্যখাতে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ জাতীয় মৎস্য পদক (স্বর্ণপদক)-২০২৩ অর্জন করায় রাঙ্গুনিয়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ জুলাই) দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আতাউল গনি ওসমানী। প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা স্বজন কুমার তালুকদার। সংবর্ধিত অতিথির বক্তব্য দেন জাতীয় স্বর্ণপদক প্রাপ্ত খামারি এরশাদ মাহমুদ।