ঢাকা | ডিসেম্বর ২৬, ২০২৪ - ১০:০১ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

ফুলবাড়ীতে জমি নিয়ে বিরোধের জের ধরে দু’পক্ষের সংঘর্ষে

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Saturday, August 5, 2023 - 11:13 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 30 বার

মেহেদী হাসান,ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:দিনাজপুরের ফুলবাড়ীতে জমি নিয়ে বিরোধের জেরধরে দুই পক্ষের সংঘর্ষে বিএনপি নেতা আনোয়ার হোসেন চৌধুরীসহ উভয় পক্ষের তিনজন আহত হয়েছে। শনিবার সকাল সাড়ে সাতটায় উপজেলার খয়েরবাড়ী ইউনিয়নের লালপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

এদিকে জমির বিরোধ নিয়ে সংঘর্ষ হলেও, দুই পক্ষ বিরোধী রাজনৈতিক দলের নেতা-কর্মি হওয়ায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে উভয় পক্ষকে শান্ত থাকার পরামর্শ দিয়েছে। তবে দলের দায়িত্বশীল নেতারা বলছেন বিষয়টি তাদের ব্যাক্তিগত, সেখানে রাজনৈতি বিবেচনায় আসার সুযোগ নাই।
আহত বিএনপি নেতা আনোয়ার হোসেন চৌধুরী (৫৫) লালপুর গ্রামের মৃত জামাল উদ্দিন চৌধুরীর ছেলে ও উপজেলা বিএনপির সম্পাদক মন্ডলির সদস্য।

অন্য আহতরা হলেন খয়েরবাড়ী ইউনিয়নের সাবেক আওয়ামীলীগ দলিয় চেয়ারম্যান আবু তাহের মন্ডলের ছেলে সজল (২৭) ও বিএনপি নেতা আনোয়ার হোসেনের ভাই আব্দুল ছালাম (৫০)। আহত সকলকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

জানাগেছে, প্রতিপক্ষরা উভয়ে একে অপরের শরিক আত্মীয়। লালপুর মৌজার ১২ নং দাগের ১৫০ শতক জমি নিয়ে মৃত জামাল উদ্দিনের ছেলে আনোয়ার হোসেনের সাথে তারই চাচাতো ভাই আমির উদ্দিনের ছেলে সাবেক ইউপি চেয়ারম্যান আবু তাহের মন্ডলের বিরোধ চলে আসছিল। এ বিরোধের জের ধরে শনিবার সকালে আনোয়ার হোসেনের সাথে আবু তাহের মন্ডলের ছেলেদের বাকবিতন্ডার এক পর্যায়ে সংঘর্ষ বাঁধে। এতে উভয় পক্ষের তিনজন আহত হয়।

আনোয়ার হোসেন বলেন, লালপুর মৌজার ১২ নং দাগের ৪ একর ১০ শতক জমির মধ্যে ১৫০ শতক জমি তিনি মুল মালিক কেশব চন্দ্রর কাছে, ১৯৬৯ সালে খরিদ করে ভোগদখল করে আসছেন।কিন্তু আবু তাহের সেই জমির মালিকানা দাবী করায় এ বিরোধ সৃষ্টি হয়। এ বিরোধের জের ধরে শনিবার সকালে আবু তাহেরের ছেলেরা তার উপর হামলা করে।

এদিকে আবু তাহের মন্ডলের ছেলে এ্যাডভোকেট সুমন বলেন, কেশব চন্দ্রর ৪ একর ১০ শতক জমি তারা পর্যায় ক্রমে খরিদ করেছেন, সেই অনুযায়ী তাদের নামে রেকর্ড ও খরিজ রয়েছে। কিন্তিু আনোয়ার হোসেন ভূয়া কাগজপত্র সৃষ্টি করে এ জমির মালিকানা দাবী করছে। তার জমির কাগজপত্র দেখতে চাইলে অকর্থ ভাষায় গালি-গালাজ ও হুমকি দেয়ায় এ সংঘর্ষের সৃষ্টি হয়।
এদিকে সংঘর্ষে আহতরা দুই পক্ষ একে অপরের আত্বীয় হলেও তারা বিরোধী রাজনৈতিক দলের নেতা-কর্মি হওয়ায়,এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়েছে দুপক্ষের মাঝে। তবে দলিয় নেতারা বলছেন, যেহেতু বিষয়টি তাদের ব্যাক্তিগত সে কারনে রাজনৈতিক ভাবে দেখার কিছুই নেই।

এ বিষয়ে জানতে চাইলে ফুলবাড়ী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শফিকুল ইসলাম জানান,খবর পেয়ে ্পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে উভয় পক্ষকে শান্ত থাকার পরামর্শ দিয়েছে। তিনি বলেন,তারা উভয় পক্ষ থানায় এসেছিল,ঘটনাটি তদন্ত চলছে, তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।