ফুলবাড়ীতে জমিতে ধান রোপনের সময় বজ্রপাতে নিহত এক, আহত দুই
মেহেদী হাসান,ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ীতে ফসলি জমিতে আমন ধানের চারা রোপনের সময় বজ্রপাতে বিধান চন্দ্র(২৯) নামে এক কৃষক নিহত হয়েছে। এ ঘটনায় গোবিন্দ চন্দ্র সরকার (৪৫) এবং উৎপল মালি (২৮) নামে আরও দুই কৃষক আহত হয়েছেন।
সোমবার দুপুর সাড়ে ১২টায় ওই এলকার গাইবান্ধা পাড়ায় জমিতে ধানের চারা লাগানোর সময় এ ঘটনা ঘটে। ঘটনর সত্যতা নিশ্চিত করেছেন খয়েরবাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এনামুল হক।
নিতহ বিধান চন্দ্র উপজেলার খয়েরবাড়ী ইউনিয়নের উত্তর লক্ষিপুর গ্রামের পবিত্র চন্দের ছেলে। আহত উৎপল মালি একই এলাকার মৃত শচিন চন্দ্রের ছেলে এবং গোবিন্দ চন্দ্র সরকার, কৃষ্ণ লাল এর ছেলে ।
স্থানীয় সুত্রে জানাযায়, উপজেলার লক্ষিপুর গাইবান্ধা পাড়া এলাকায় বৃষ্টিতে ভিজে জমিতে
ধানের চারা রোপন করছিলেন ওই তিন কৃষক।
এসময় সেখানে বজ্রপাতে হলে তারা জমিতে লুটিয়ে
পড়ে। এতে তারা গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক বিধান চন্দ্র কে মৃত ঘোষনা করেন।
এ ঘটনায় আহত গোবিন্দ চন্দ্র সরকার (৪৫) এবং উৎপল মালি (২৮) নামে আরও দুই কৃষককে স্বাস্থ্য কমপপ্লেক্সে ভর্তি করানো হয়।
খয়েরবাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এনামুল হক ঘটনানর সত্যতা নিশ্চিত করে বলেন, তারা মাঠে কাজ করার সময় এ ঘটনা ঘটে। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর মো.আল কামাহ্ তমাল,উপজেলা সহকারি কমিশনার ভূমি জাফর আরিফ চৌধুরী সহ ঘটনাস্থল পরিদর্শন করে, নিহতের পরিবার কে ২৫ হাজার টাকা সরকারী অনুদান প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর মো.আল কামাহ্ তমাল জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে, নিহতের শতকারের জন্য পরিবারের হাতে সরকারী অনুদানের ২৫ হাজার টাকা প্রদান করা হয়েছে।