ঢাকা | জানুয়ারী ১৫, ২০২৫ - ৫:৩৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

নাচোলে বিআরডিবি’র উদ্যোগে সদস্যদের মাঝে ১৭লক্ষ ৮৪ হাজার টাকা বিতরণ

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Tuesday, August 8, 2023 - 12:07 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 146 বার

মোঃ নাসিম, স্টাফ রিপোর্টারঃ চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিআরডিবি’র উদ্যোগে ৯৬জন সদস্যদের মাঝে ১৭লক্ষ ৮৪ হাজার টাকা বিতরণ করা হয়েছে।

গতকাল মঙ্গলবার দুপুর ১২টায় উপজেলা পরিষদ মিনি কন্সফারেন্স রুমে উপজেলা নির্বাহী অফিসার মোহাইমেনা শারমীন এর সভাপতিত্বে ঋণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদের। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) সবুজ হাসান,

ভাইস চেয়ারম্যান মশিউর রহমান বাবু, নাচোল থানার অফিসার ইনচার্জ মিন্টু রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা প্রভাতি মাহাতো। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান জান্নাতুন নাঈম মুন্নি। সিনিয়র উপজেলা কর্মকর্তা আব্দুল কাইয়ুম, সমাজসেবা কর্মকর্তা সোহেল রানা, কৃষি সম্প্রসারন কর্মকর্তা আব্দুন নূর, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আলমগীর জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী মোঃ ইউসুফ আলীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ,সাংবাদিকবৃন্দ বিভিন্ন এলাকা থেকে আগত সুবিধাভোগী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন পল্লী উন্নয়ন কর্মকর্তা হারুন অর রশিদ।

পল্লী উন্নয়ন কর্মকর্তা হারুন অর রশিদ জানান, পল্লী উন্নয়ন বোর্ড নাচোল কর্তৃক বাস্তবায়িত দারিদ্র বিমোচনের লক্ষ্যে পুষ্ঠি সমৃদ্ধ উচ্চমূল্যের অপ্রধান শস্য উৎপাদন ও বাজারজাতকরণ কর্মর্সচীর আওতায় গঠিত দলের সদস্যদের মাঝে অপ্রধান শস্য উৎপাদন ও বাজারজাতকরণে ৪% সেবামূল্যে ২০২৩-২০২৪ অর্থ বছরে নাচোল উপজেলায় ৬৫লক্ষ টাকা বিতরন করা হবে। এরই ধারাবাহিকতায় আজ মঙ্গলবার ৮টি দলের ৯৬জন সদস্যের মাঝে ১৭লক্ষ ৮৪ হাজার টাকা বিতরণ করা হলো। আগামীতে অন্যান্যদের মাঝে বাকী টাকা বিতরণ করা হবে।

Proudly Designed by: Softs Cloud