ঢাকা | ডিসেম্বর ২৩, ২০২৪ - ৫:৪৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

সখীপুরে মুজিববর্ষ উপলক্ষে ঘর ও জমি পাচ্ছে আরও ২০টি ভূমিহীন পরিবার

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Tuesday, August 8, 2023 - 6:54 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 1310 বার

শরিফুল ইসলাম বাবুল,সখীপুর(টাঙ্গাইল)প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপুরে মুজিববর্ষ উপলক্ষে ৪র্থ পর্যায়ে ২য় ধাপে জমি ও ঘর পাচ্ছে আরও ২০টি ভূমিহীন পরিবার।

আগামীকাল বধুবার (৯ আগস্ট) সকালে একযোগে সারাদেশে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রমে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মধ্য দিয়ে চতুর্থ পর্যায়ে উপজেলার ২০টি ভূমি ও গৃহহীন পরিবার আনুষ্ঠানিকভাবে জমি ও ঘর পেতে যাচ্ছে।

মঙ্গলবার(০৮আগস্ট)বিকেলে এ তথ্য নিশ্চিত করেন, সখীপুর উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও) ফারজানা আলম।

সখীপুর উপজেলায় ১৮০টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে এই উপহার প্রদান করা হয়েছে।

বুধবার(৯ আগস্ট) চতুর্থ পর্যায়ে ২য় ধাপে ২০ টি ঘরসহ মোট ২০০টি ঘর ভূমিহীন ও গৃহহীনদের মাঝে জমিসহ দলিল হস্তান্তর করা হবে। এ বছরের মধ্যে ২য় ধাপে বাকী ১০টি ঘর হস্তান্তরের মধ্য দিয়ে সখীপুর উপজেলাকে গৃহহীন ও ভূমিহীন মুক্ত ঘোষনা করা হবে৷

ওই অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এড. জোয়াহেরুল ইসলাম (ভিপি জোয়াহের), সখীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি)মন্জূরুল মোর্শেদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তাহমিনা আক্তার চৌধুরীসহ অন্যান্য কর্মকর্তা ও স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত থাকবেন।