শরীয়তপুরের নড়িয়ায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকে ক্রীড়া সামগ্রী বিতরণ
মাহবুবুর রহমান:বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সর্ববৃহৎ সুশৃঙ্খল বাহিনী। আইন শৃঙ্খলা রক্ষার পাশাপাশি প্রত্যন্ত এলাকার সমাজের অবহেলিত, দরিদ্র/অসহায়, দুস্থ মানুষের মানবতার সেবায় বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে প্রশিক্ষণ প্রদান ও সচেতনতা সৃষ্টির করে আছে এরই ধারাবাহিকতায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক, মেজর জেনারেল একেএম আমিনুল হক, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, পিএইচডি দিকনির্দেশনায় এবং জেলা কমান্ড্যান্ট, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, শরীয়তপুর এর সার্বিক তত্ত্বাবধানে অত্র জেলার নড়িয়া উপজেলার ০৮(আট) টি স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।
উক্ত কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে নড়িয়া উপজেলার মোট (আট) টি শিক্ষা প্রতিষ্ঠানে উপস্থিত হয়ে শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন খেলাধুলার সরঞ্জাম বিতরণ করেন, মোঃ মইনুল ইসলাম, পিএএম, জেলা কমান্ড্যান্ট, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, শরীয়তপুর। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশ গড়ার কাজে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যবৃন্দ নিরলস পরিশ্রম করে যাচ্ছে।
তিনি আরো বলেন,সহশিক্ষা কার্যক্রম হিসেবে খেলাধুলার গুরুত্ব অপরিসীম এবং এটি দেশ ও জাতি গঠনের অন্যতম মাধ্যম এবং সুস্থ্ সমাজ বিনির্মাণের গুরুত্বপূর্ণ হাতিয়ার”। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় অংশগ্রহণে উদ্বুদ্ধ করবে এবং তাদের মধ্যে সন্ত্রাস, জঙ্গীবাদ, মাদক, ইভটিজিং, যৌতুক ও বাল্য বিবাহসহ নানাবিধ সামাজিক সমস্যার বিরুদ্ধে সচেতনতা তৈরী হবে।
ক্রীড়া সামগ্রী উপহার পেয়ে উৎফুল্ল রাজনগর আদর্শ উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণীর শিক্ষার্থী মিরাজ মুন্সী, সায়েদ, নয়ন,সামিয়া,টুম্পাসহ সকল ছাত্র-ছাত্রীরা।
উল্লেখ শরীয়তপুর জেলার ১৪ (চৌদ্দ) টি স্কুল কলেজের শিক্ষার্থীদের মধ্যে ক্রীড়া সামগ্রী বিতরণের কার্যক্রম গ্রহণ করা হয়েছে। এর অংশ হিসেবে আজ নড়িয়া উপজেলা চরআত্রা মুন্সী আজিজিয়া স্কুল এ্যান্ড কলেজ, নড়িয়া সরকারি কলেজ, বিঝারী উপসী তারা প্রসন্ন উচ্চ বিদ্যালয়, সরকারি বিহারী লাল উচ্চ বিদ্যালয়, সুরেশ্বর স্কুল এ্যান্ড কলেজ, পন্ডিতসার উচ্চ বিদ্যালয়, রাজনগর উচ্চ বিদ্যালয় এবং ডগরী ইসমাইল হোসেন স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়। এতে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে ২ টি ফুটবল, ২ টি ভলিবল, একটি বড় ক্যারম বোর্ড, ৩ টি দাবা সেট,
২ টি ক্রিকেট ব্যাট, ৬ টি বল, ৬ টি স্ট্যাম্প বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর শরীয়তপুরের সহকারী কমকর্তা মোঃ আব্দুল মান্নান, নড়িয়া অফিসার আব্দুর রহিম সাংবাদিক মাহবুবুর রহমান, ভেদরগঞ্জ উপজেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সহকারী কমকর্তা মোঃ নজরুল ইসলাম সহ কলেজের প্রিন্সিপাল সহকারী অধ্যক্ষ ও ছাত্রছাত্রী, সকল স্কুলের প্রধান শিক্ষা সহকারী শিক্ষক ও হাজার হাজার ছাত্র ছাত্রী বৃন্দ।