ঢাকা | ডিসেম্বর ২৪, ২০২৪ - ৫:২৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

ফুলবাড়ীতে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Wednesday, August 9, 2023 - 1:14 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 54 বার

মেহেদী হাসান,ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:দিনাজপুরের ফুলবাড়ীতে আন্তর্জাতিক আদিবাসী দিবস উযাপন কমিটির উদ্যোগে বুধবার (৯ আগস্ট) আন্তর্জাতিক আদিবাসী দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে সকাল সাড়ে ১১টায় ফুলবাড়ী পৌরশহরে আদিবাসীদের এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।

শোভাযাত্রা যাত্রা শেষে দুপুর দেড় টায় উপজেলা আওয়ামী লীগে কার্যালয়ে আয়োজিত আন্তর্জাতিক আদিবাসী দিবসের আলোচনা অনুষ্ঠিত হয়। ফুলবাড়ী উপজেলা আদিবাসী উন্নয়ন সমিতির সাবেক সভাপতি কমল কিস্কুর সভাপতিত্বে এবং আদিবাসী ছাত্রনেতা তুহিন মার্ডীর সঞ্চালনায় আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. মোস্তাফিজুর রহমান ফিজার এমপি।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মুশফিকুর রহমান বাবুল, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আতাউর রহমান মিল্টন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. এনামুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী ও ফুলবাড়ী প্রেসক্লাবের সভাপতি ও উপজেলা শাখা দলিত ও আদিবাসী প্লাটফর্মের সভাপতি সহকারী অধ্যাপক অমর চাঁদ গুপ্ত অপু। এছাড়াও বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা যোহন টুডু, কলম্বাস মার্ডী, জুসিপিনা মার্ডী, বিনয় বেসরা, যোসেফ মার্ডী, তুহিন মার্ডী, কমল হেম্ব্রম, সুদেব কিস্কু, শাহিন হেম্ব্রম,পরিমল সরেন, মদন সরেন প্রমুখ।