ঢাকা | ডিসেম্বর ২৫, ২০২৪ - ৮:১৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

খানসামায় একই দিনে ইপিজেট কর্মীর আত্মহত্যা ও সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Wednesday, August 9, 2023 - 1:23 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 29 বার

মো.লায়ন ইসোম খানসামা (দিনাজপুর )প্রতিনিধি: দিনাজপুরের খানসামায় রেখা আক্তার (২৬) নামে এক গৃহবধূ কীটনাশকের বিষপানে আত্মহত্যা করেছেন। তিনি উপজেলার খামারপাড়া ইউনিয়নের ডাঙ্গাপাড়া (জমিদার নগর) গ্রামের আশরাফুল ইসলামের স্ত্রী।

বুধবার (৯ আগস্ট) দিবাগত মধ্য রাতে নিজ ঘরে থাকা বিষ পান করে তিনি আত্মহত্যা করেন। পরে পরিবারের লোকজন বুঝতে পেরে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে যায়। এরপর অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর এম.আব্দুর রহমান মেডিকেল কলেজ যাওয়ার পথে রাস্তায় মারা যায়।

নিহত রেখা আক্তার একই ইউনিয়নের নেউলা (ডাবল হাজি পাড়া) গ্রামের মতিয়ার রহমানের মেয়ে। তিনি দুই সন্তানের জননী ও ইপিজেড কর্মী।

নিহত গৃহবধূর বাবা মতিউর রহমান জানান, পারিবারিক বিষয় নিয়ে সামান্য কথাকাটাকাটির জেরে অভিমান করে তার বসতবাড়ীর দক্ষিণ পার্শ্বে থাকা টিউবওয়েল পাড়ে রাতের আধারে সকলের অঘোচরে বাড়ীতে থাকা জমিতে প্রয়োগের কীটনাশক বিষ সেবণ করে।

অপরদিকে পার্শ্ববর্তী চিরিরবন্দর উপজেলার দিনাজপুর-সৈয়দপুর মহাসড়কের রানীরবন্দর বাজার নামক স্থানে ব্যাটারীচালিত অটোভ্যানের ধাক্কায় অতুল রায় (৩০) নামে মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন। এবং আরো রবিন (২৬) ও আদুরী (১৯) নামে আহত হয়েছেন।

নিহত অতুলের বাড়ি খানসামা উপজেলার গোয়ালডিহি ইউনিয়নের ডারারপাড় গ্রামের নারায়ন রায়ের ছেলে। আহতদের বাড়ি একই স্থানে।

জানা যায়, তারা তিনজন একই মোটরসাইকেল যোগে ইপিজেডে কাজের উদ্দেশ্য যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে খানসামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। এবং আহত ব্যক্তিরা চিকিৎসাধীন রয়েছেন।

বিষয়টি দুটি নিশ্চিত করে খানসামা থানার ওসি চিত্ত রঞ্জন রায় বলেন, বিষপানে আত্মহত্যা খবর পেয়ে আমরা পুলিশ সদস্য পাঠানো হয়েছে। দুই পরিবারের সাথে কথা বলে লাশ দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে এবং এ বিষয়ে থানায় একটি ইউডি মামলা করা হয়েছে।

দুর্ঘটনার বিষয়টি আমরা অবগত হয়েছি এবং সুরতহাল রিপোর্ট করেছি, যেহেতু ঘটনাটি চিরিরবন্দর থানাধীন এলাকায় ঘটেছে ।দুর্ঘটনার বিষয়ে চিরিরবন্দর থানা আসামিকে চিহ্নিতকরণ চেষ্টা চালাচ্ছেন।