ঢাকা | ডিসেম্বর ২৩, ২০২৪ - ৬:০২ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

হাতীবান্ধায় এক নারীর মরদেহ উদ্ধার

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Monday, August 14, 2023 - 10:34 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 56 বার
 (লালমনিরহাট) প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধায় ৮০ বছর বয়সী অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার। পরে  পুলিশ ঘটনা স্খলে গিয়ে দ্রুত ওই নারীর মরদের সনাক্ত করতে সক্ষম হয়।
সোমবার (১৪ আগস্ট) সকালে ওই উপজেলার সিঙ্গিমারী ইউনিয়নের দক্ষিণ গড্ডিমারী গ্রামের ৫ নং ওয়ার্ডে মহিলা কলেজের পিছন থেকে এ মরদেহ উদ্ধার করে হাতীবান্ধা থানা পুলিশ।
সিঙ্গিমারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মনোয়ার হোসেন দুলু জানান, ওই এলাকায় রেল লাইনের ধারে দুটি বসতবাড়ির পিছনে একটি গর্তে এক নারীর মরদেহ দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে মরদেহ সনাক্ত করে। তার নাম  আছিয়া বেগম (৮০), স্বামী মৃত শমসের আলী, গ্রাম-মিলন বাজার; থানা-আদিতমারী, জেলা লালমনিহাট।
বিভিন্ন সূত্রে খবর পেয়ে মৃত নারীর ছেলে মোঃ সিরাজুল ইসলাম (৬৫), পিতা-মৃত শমসের আলী,  থানা-আদিতমারী,  জেলা-লালমনিরহাট ঘটনাস্থলে এসে তার মৃত মাকে সনাক্ত করেন। তার মা মানসিক ভারসাম্যহীন ছিলেন।
হাতীবান্ধা থানার ওসি শাহা আলম এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,
লাশ মর্গে প্রেরনের প্রস্তুতি চলছে। তদন্ত শেষে বলা যাবে কিভাবে তার মৃত্যু হলো।