কর্ণফুলী সরকারি কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা
অর্ণব মল্লিক, কাপ্তাই প্রতিনিধি:- রাঙামাটির কাপ্তাই উপজেলার কর্ণফুলী সরকারি কলেজ এর ২০২৩ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা এবং দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠান সোমবার (১৪ আগষ্ট) কলেজ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিউদ্দীন।
কর্ণফুলী সরকারি কলেজ এর অধ্যক্ষ এএইচএম বেলাল চৌধুরীর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপ্তাই থানার ওসি মোঃ জসীম উদ্দীন। এসময় কর্ণফুলী সরকারি কলেজ এর উপাধ্যক্ষ মোঃ সিরাজ উদ্দীন সহ কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে অতিথিরা ২০২৩ সালের এইচএসসি পরীক্ষার্থীদের উদ্দেশ্যে বিভিন্ন দিক নির্দেশনামুলক বক্তব্য প্রদান করেন। বক্তব্য শেষে দোয়া ও মিলাদ-মাহফিল অনুষ্ঠিত হয়।