ঢাকা | ডিসেম্বর ২৩, ২০২৪ - ৪:৫৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

সখীপুরে ছাত্রীকে উত্ত্যক্ত করায় প্রধান শিক্ষকের ১ মাসের কারাদণ্ড

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Monday, August 14, 2023 - 6:04 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 1623 বার

শরিফুল ইসলাম বাবুল,সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃটাঙ্গাইলের সখীপুরে পঞ্চম শ্রেণী পড়ুয়া এক ছাত্রীকে উত্ত্যক্ত করার দায়ে একটি বিদ্যালয়ের প্রধান শিক্ষককে এক মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১৪ আগস্ট) দুপুরে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার( ইউএনও) ফারজানা আলম এ আদালত পরিচালনা করেন। এসময় জামালহাটখুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়নাল আবেদিনকে(৫২) এক মাসের কারাদণ্ড দেওয়া হয়।

খোঁজ নিয়ে জানা যায়, অভিযুক্ত প্রধান শিক্ষক জয়নাল আবেদীন বিদ্যালয়ের ছাত্রীদের প্রায় উত্ত্যক্ত করতেন।বিষয়টি নিয়ে একাধিকবার বলা হলেও তিনি নিজেকে সংশোধন করেননি। এ ঘটনায় বিচার চেয়ে ইউএনও’র কাছে অভিযোগ করেন অভিভাবকরা।

অভিভাবকদের অভিযোগ আমলে নিয়ে ইউএনও সোমবার সকালে ওই বিদ্যালয়ে যান। পরে অভিযুক্ত প্রধান শিক্ষককে আটক করে ইউএনও কার্যালয়ে নিয়ে এসে সেখানে আদালত বসানো হয়। আদালতে ওই শিক্ষক দোষ স্বীকার করলে বিচারক তাকে এক মাসের কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা করেন।

এবিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও ফারজান আলম বলেন, লিখিত অভিযোগের প্রেক্ষিতে তদন্ত করে সত্যতা পাওয়ায় এ সাজা দেওয়া হয়েছে।

সখীপুর থানার ওসি রেজাউল করিম বলেন, ভ্রাম্যমাণ আদালতে সাজা দেওয়া ওই প্রধান শিক্ষককে কারাগারে পাঠানো হয়েছে।