ঢাকা | ডিসেম্বর ২৩, ২০২৪ - ৪:৩২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

শার্শায় মাদক উদ্ধার অভিযানে যেয়ে ছুরিকাঘাতে পুলিশ আহত

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Monday, August 14, 2023 - 6:08 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 74 বার

মো: সাগর হোসেন,বেনাপোল প্রতিনিধি: শার্শায় মাদক উদ্ধার অভিযানে যেয়ে মাদক ব্যবসায়ীর ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছে শার্শা থানার এএসআই আল আমিন। আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা শেষে থানায় নিয়ে আসে।

রোববার বিকাল সাড়ে ৫ সময় শার্শা থানার শ্যামলাগাছি গ্রামের দক্ষিণ পাড়ায় এ ঘটনা ঘটে।
ঘটনার পরে পুলিশ ঐ এলাকায় অভিযান চালিয়ে কয়েকটি বাড়িতে ব্যপক ভাংচুর চালিয়েছে।

স্থানীয়রা জানায়, রোববার বিকালে শার্শা থানার এএসআই আল আমিন সঙ্গীয় ফোর্স নিয়ে শ্যামলাগাছি গ্রামে মাদক আস্তানায় অভিযান চালিয়ে একজন মাদক ব্যবসায়ীকে আটক করে। এসময় ঐ মাদক ব্যবসায়ীকে ছাড়িয়ে নিতে পুলিশের উপর আক্রমণ করে মাদক ব্যবসায়ীরা এবং এএসআই আল আমিনকে গুরুতর আহত করে।

শার্শা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে জরুরী বিভাগের চিকিৎসা ডাক্তার শুভেন্দু কুমার মজুমদার জানান, বিকালে আহত অবস্থায় একজন পুলিশ কর্মকর্তাকে হাসপাতালে নিয়ে আসে। তার হাতে এবং হাটুতে ছুরিকাঘাতে আঘাতের চিহ্ন রয়েছে।

শার্শা থানার অফিসার ইনচার্জ এসএম আকিকুল ইসলাম বলেন, ঘটনা তদন্ত চলছে। উদ্ধার অভিযান অব্যহত রয়েছে।