সমাজ সেবায় বিশেষ অবদানের স্বীকৃতি স্বরুপ সম্মাননা পেলেন আজম মন্ডল রানা
ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:সমাজসেবা ও মানবিক কাজের স্বীকৃতি স্বরূপ সন্মাননা পেলেন দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার বেতদিঘী ইউনিয়নের কৃতি সন্তান, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক বেতদিঘী ইউনিয়ন আওয়ামীলীগের উপদেষ্টা আজম মন্ডল রানা।
শনিবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর নয়াপল্টনে ওয়েষ্টিন রেস্টুরেন্টে অনলাইন লিটারেচার গ্রুপ’স ইউনিটি- এর নির্বাচিত কমিটির অভিষেক ও লিটারেচার সন্মাননা-২০২৩ অনুষ্ঠানে সমাজসেবক আজম মন্ডল রানাকে এ সন্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অবসর প্রাপ্ত যুগ্ন-সচিব, কবি ও সাহিত্যিক ড. আমিনুর রহমান মোঃ তারেক।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতিসত্তার কবি ও বাংলা একাডেমীর মহাপরিচালক কবি মুহাম্মদ নুরুল হুদা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি ও মিডিয়া ব্যক্তিত্ব আসাদ কাজল।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কবি সংগঠক ও অভিনেতা এ.বি.এম.সোহেল রশিদ।
বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কবি সংগঠক ও নাট্যকার মোসলেহ উদ্দিন।
জানা যায়, সংগঠনটি বিভিন্ন সময় সমাজের জন্য ভালো কিছু করা ও মানবিক কাজ করা ব্যাক্তিদের উৎসাহিত করতে সন্মাননা প্রদান করে থাকেন।
এরই ধারাবাহিকতায় আজম মন্ডল রানাকেও সমাজসেবা মূলক কাজ ও মানবিক কাজের স্বীকৃতি স্বরূপ এই সন্মাননা প্রদান করেছেন।
সন্মাননা প্রাপ্তির বিষয়ে জানতে চাইলে আজম মন্ডল রানা জানান, আমি হঠাৎ একটা ফোন পাই,ফোনে তাঁরা জানান,অনলাইন লিটারেচার গ্রুপ’স এর পক্ষ থেকে আপনাকে সমাজসেবা ও মানবিক কাজের স্বীকৃতি স্বরূপ সন্মাননা প্রদান করা হবে।
সমাজসেবা মূলক কাজের বিষয়ে জানতে চাইলে আজম মন্ডল রানা বলেন,প্রতিটি মানুষের কোন না কোন ভালো লাগার বিষয় থাকে।
আমার ভালোলাগার বিষয়টি হলো মানুষের জন্য কিছু করতে পারা।অসহায় মানুষদের পাশে দাঁড়াতে পারা।আর এই ভালোলাগাকে আমি অমৃত লালন করতে চাই।তিনি এ সন্মাননা পাওয়ায় ফুলবাড়ীর বিভিন্ন মহল তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।