ঢাকা | ডিসেম্বর ২৩, ২০২৪ - ৬:২২ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

পীরগ‌ঞ্জে ‘মা’ জাহানারা ফাউ‌ন্ডেশ‌নের শীত বস্ত্র ও ক্রীড়া সামগ্রী বিতরন

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Friday, December 18, 2020 - 4:43 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 183 বার

মাহমুদুল হাসান, পীরগঞ্জ (রংপুর) রংপু‌রের পীরগ‌ঞ্জে মা জাহানারা আহ‌ম্মেদ মেমো‌রিয়াল ফাউ‌ন্ডেশ‌নের উ‌দ্যো‌গে বিধবা, অসহায় ও দুঃস্থদের মা‌ঝে শীত বস্ত্র, মাস্ক ও বি‌ভিন্ন ইউ‌নিয়‌নের খে‌লোয়ার‌দের মা‌ঝে ক্রীড়া সামগ্রী বিতরন করা হ‌য়ে‌ছে।

জানা যায় পীরগ‌ঞ্জ সদর ইউ‌নি‌য়নের নিভৃত পল্লী রামপুর গ্রা‌মের তরুন শিল্প উ‌দ্যেক্তা তৈরী পোষাক শিল্পপ‌তি এস এম শাহ্জামান রওশ‌ন এর প্রয়াত “মা “জাহানারা আহ‌ম্মে‌দের না‌মে প্রতি‌ষ্ঠিত ফাউ‌ন্ডেশন থে‌কে ১৮ ডি‌সেম্বর শুক্রবার বি‌কে‌লে ফাউ‌ন্ডেশ‌নের ‌প্রধান কার্যালয় রামপুর গ্রা‌মে বিতরন কার্যক্রম অনু‌ষ্ঠিত হয়। পীরগঞ্জ প্রেস ক্লা‌বের সাধারন সম্পাদ‌ক এ টি এম মাজহারুল আলম মিল‌নের সভাপ‌তি‌ত্বে- প্রধান অ‌তি‌থি হি‌সে‌বে উপ‌স্থিত ছি‌লেন পীরগঞ্জ উপ‌জেলা আ’লী‌গের সাধারন সম্পাদক ও পৌর মেয়র এ এস এম তা‌জিমুল ইসলাম শামীম, বি‌শেষ অ‌তি‌থি হি‌সে‌বে উপ‌স্থিত ছি‌লেন পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্কমর্তা স‌রেস চন্দ্র, শু‌ভেচ্ছা বক্তব‌্য রা‌খেন তরুন সংগঠক রাজু মন্ডল।

উ‌ল্লেখ‌্য “মা ” জাহানারা আহম্মেদ মে‌মোরিয়াল ফাউ‌ন্ডেশন উপ‌জেলার ১৫‌টি ইউ‌নিয়‌নের যুবদের ‌সমন্ব‌য়ে বিধবা, অসহায়, স্বামী প‌রিত‌্যাক্তা, মাদক থে‌কে যুব সমাজ কে রক্ষার জন‌্য কাজ ক‌রে যাাচ.।