ঢাকা | ডিসেম্বর ২৩, ২০২৪ - ১০:০১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

সৌদি প্রবাসে বেড়ে উঠা শিক্ষার্থী সুমাইয়া তাহা অথৈ ভবিষ্যতে ডাক্তার হতে চান

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Friday, October 6, 2023 - 10:04 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 220 বার

রোটা: মো: জাহাঙ্গীর আলম হৃদয় : স্বপ্ন যদি থাকে মনে সফলতা আসবেই দারে দেশের গন্ডি পেরিয়ে প্রবাসে এসেও সেই চেস্টা অব্যাহত রেখেছেন রিয়াদ বাংলাদেশ আন্তর্জাতিক স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী সুমাইয়া তাহা অথৈ।

পাঠকের সুবিধার্থে তার বিস্তারিত তুলে ধরছি
নাম : সুমাইয়া তাহা অথৈ
বাবা- মাসুম বিল্লাহ একজন প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা চাকরিজীবি
মা- রোমানা আক্তার – একসময় একটি স্কুলে শিক্ষিকা হিসেবে কর্মরত ছিলেন — দেশের বাড়ি
গ্রাম+ পোষ্টঃ মাধাইয়া
থানা – চান্দিনা
জেলা – কুমিল্লা
সুমাইয়া তাহা অথৈ
৯৬% নাম্বার পেয়ে psc তে টেলেন্টপুলে বৃত্তি এবং
২০২৩ সালে ssc তেও সাধারণ বৃত্তি পেয়েছে

সুমাইয়া শুধু একজন শিক্ষার্থীই নন তার পাশাপাশি রিয়াদ বাংলাদেশ থিয়েটার এর মাধ্যমে বেশ কয়েকটি মঞ্চ নাটকে অভিনয় করেন- যেমন আমিনা সুন্দরী, ক্ষেপা পাগলার প্যাচাল, বাংলার মহানায়ক, রেমিট্যান্স যোদ্ধা ইত্যাদি।
পাশাপাশি নাচ, গান, কবিতা, উপস্থাপনাও করেন।

সে বড় হয়ে একজন চিকিৎসক হতে চায়, যার মাধ্যমে খুব সহজেই সাধারণ মানুষের সেবা করা যায়,তবে ডাক্তার হওয়া যতটা সহজ তার চেয়ে বেশি কঠিন কাজ হচ্ছে মানবিক ডাক্তার হওয়াটা। আমি সকলের দোয়া নিয়ে মানবিক ডাক্তার হতে চাই তার পাশাপাশি সুস্থ ধারার সাংস্কৃতিক বিকাশের মাধ্যমে এগিয়ে যেতে চাই।

তার সাথে আলাপ হলে তিনি জানান — প্রবাসের বিভিন্ন দেশীয় সাংস্কৃতিক সংগঠনের চর্চা যে কেউ চাইলেই করতে পারে, আর এটা তখনিই সম্ভব হয় যখন পরিবার থেকে সহযোগিতা পায়, আমি রিয়াদ বাংলাদেশ আন্তর্জাতিক স্কুল এন্ড কলেজে পড়াশোনার পাশাপাশি রিয়াদ বাংলাদেশ থিয়েটার এর সদস্য হিসেবে কাজ করছি, আমার বাবাও নাটকে অভিনয় করেছেন, মা রোমানা তিনিই সহযোগিতা করেছেন বলেই মেয়ে, বাবা একসাথে নাট্যকার মিলন কান্তি দে এর লেখা বাংলার মহানায়ক এবং নাটকের নাট্য নির্দেশনায় ছিলেন রিয়াদ বাংলাদেশ থিয়েটার এর প্রতিষ্ঠাতা সাংবাদিক ও নাট্যকার রোটারিয়ান মো: জাহাঙ্গীর আলম হৃদয়।
সুমাই বলেন রিয়াদ বাংলাদেশ দূতাবাসের অডিটোরিয়াম মঞ্চেও আমাদের সংগঠন বেশ কয়টি নাটক মঞ্চস্থ করে দর্শক নন্দিত হয়েছে। প্রবাসের শ্রমজীবী মানুষের উপস্থিতিতে বেশ কয়েকটি নাটকের পাবলিক শো হয়েছে।

শিক্ষা ও সাংস্কৃতিক ক্ষেত্রে তার ধারাবাহিক সফলতা ধরে রাখতে দেশ ও প্রবাসের সকলের কাছে দোয়া চেয়েছেন।