ঢাকা | জানুয়ারী ১১, ২০২৫ - ২:০৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

তানোরে শেখ রাসেলের ৬০তম জন্মদিন পালিত

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Thursday, October 19, 2023 - 1:24 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 102 বার

সোহানুল হক পারভেজ রাজশাহী : রাজশাহীর তানোর উপজেলা প্রশাসনের আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠপুত্র শেখ রাসেলের ৬০তম জন্মবার্ষিকী ও রাসেল দিবস পালন করা হয়েছে।

১৮ অক্টোবর (বুধবার) দিবসটি উপলক্ষ্যে তানোর উপজেলা পরিষদের মিনি অডিটোরিয়ামে সকাল ১০টায় আলোচনা সভা ও চিত্রাংকন পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউট ম্যাজিস্ট্রেট আবিদা সিফাত।

এর আগে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউট ম্যাজিস্ট্রেট আবিদা সিফাতের নেতৃত্বে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানোর উপজেলা যুবলীগের সভাপতি ও তানোর উপজেলা পরিষদের চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানোর উপজেলা আওয়ামীলীগের সভাপতি মাইনুল ইসলাম স্বপন, সাধারন সম্পাদক আবুল কালাম আজাদ প্রদীপ সরকার,ভাইস চেয়ারম্যান আবু বাক্কার সিদ্দিক,তানোর থানা অফিসার ইনচার্জ (ওসি)আঃ রহিম, কামারগাঁ ইউপির চেয়ারম্যান ফজলে রাব্বি মিঞা , বাঁধাইড় ইউপির চেয়ারম্যান আতাউর রহমান,তানোর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সিদ্দুকুর রহমান,তানোর সহকারী প্রকৌশলী (এলজিইডি) সাইদুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কাওসার আহমেদ,সমাজ সেবা অফিসার মোহাম্মদ হোসেন প্রমুখ।