ফুলবাড়িয়ায় জাতীয় চার নেতার প্রতি শ্রদ্ধা
ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায় আওয়ামী লীগ নেত্রী, ফুলবাড়িয়া আসনে নৌকার মনোনয়ন প্রত্যাশী সেলিমা বেগম সালমার নেতৃত্বে বিভিন্ন কর্মসুচীর মাধ্যমে জাতীয় চার নেতাকে শ্রদ্ধাভরে স্মরণ করেছে নেতাকর্মীরা।
দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষে শুক্রবার (৩ নভেম্বর) আওয়ামী লীগ নেত্রী সেলিমা বেগম সালমার উদ্যোগে স্থানীয় বঙ্গবন্ধু চত্বরে বঙ্গবন্ধুসহ জাতীয় চারনেতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পন, র্যালী, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।
সকালে ফুলবাড়িয়া আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হল ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক সাবেক নির্যাতিত নেত্রী সেলিমা বেগম সালমা তার কার্যালয় হতে তার নেতৃত্বে একটি বিশাল র্যালী নিয়ে বঙ্গবন্ধু চত্বরে স্থাপিত বঙ্গবন্ধুসহ জাতীয় চারনেতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
বঙ্গবন্ধু চত্বর কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় জাতীয় চার নেতাকে শ্রদ্ধাভরে স্মরণ করে বক্তব্য রাখেন।
এসময় সেলিমা বেগম সালমা বলেন, বঙ্গবন্ধুকে হত্যার পর খুনি মোস্তাক সরকারকে সমর্থন না করায় ১৯৭৫ সালের ৩রা নভেম্বর জেলখানায় প্রবেশ করে জাতীয় চারনেতা তাজউদ্দিন আহমেদ, সৈয়দ নজরুল ইসলাম, ক্যাপ্টেন এম মনসুর আলী ও এইচ এম কামারুজ্জামানকে নির্মমভাবে গুলি করে হত্যা করে। এই হত্যার সঙ্গে জড়িত যারা পলাতক রয়েছে তাদের খুঁজে বের করে বিচারের দাবী জানিয়েছেন তিনি।
আলোচনা শেষে জেলহত্যা দিবসে নিহতদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।