ঢাকা | জানুয়ারী ৯, ২০২৫ - ৪:০৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

তালতলীতে ঔষুধ প্রশাসনের আয়োজনে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Monday, November 6, 2023 - 5:02 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 56 বার

মল্লিক জামাল:-বরগুনার তালতলীতে ওষুধ প্রশাসনের আয়োজনে ঔষধ ও কসমেটিক্স আইন-২০২৩ বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

৬ নভেম্বর সোমবার বেলা ১১ টায় ইসলামিক ফাউন্ডেশন কার্যালয়ে হলরুমে কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির
সহযোগিতায় রেজিস্টার্ড চিকিৎসকের প্রেসক্রিপশন ব্যতীত এন্টিবায়োটিক বিক্রির শাস্তি এবং এন্টিবায়োটিকের মোড়কের লাল রঙের সনাক্তকরণ চিহ্ন’র সচেতনতামূলক সভায় সভাপতিত্ব করেন মাওলানা আফজাল হোসেন।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন বরগুনা জেলা ঔষধ প্রশাসন অধিদপ্তরের তত্বাবধায়ক মোঃ ফজলুল হক।

এ সময় উপস্থিত ব্যবসায়ীগণকে রেজিস্টার্ড চিকিৎসকের প্রেসক্রিপশন ব্যতীত এন্টিবায়োটিক বিক্রি ও এন্টিবায়োটিকের মোড়কের লাল রঙের সনাক্তকরণ চিহ্ন,নকল,ভেজাল, রেজিস্ট্রেশন বিহীন ও মেয়াদ উত্তীর্ণ ওষুধ সম্পর্কে সচেতনতা সৃষ্টিতে দিকনির্দেশনা মূলক আলোচনা করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন ওষুধ ব্যবসায়ী সমিতির সভাপতি মাওলানা মোঃ আফজল হোসেন ,সাধারণ সম্পাদক মোঃ বাদল মিয়াসহ উপজেলার ওষুধ ব্যবসায়ীগণ।

অনুষ্ঠানে ঔষধ প্রশাসন অধিদপ্তরের তত্ত্বাবধায়ক উপস্থিত প্রতিনিধিদের বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করেন।