ঢাকা | জানুয়ারী ১২, ২০২৫ - ৪:৪৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

ইতালিতে জমকালো আয়োজনের মধ্যদিয়ে হয়েগেলো ভৈরব পরিষদ ভেনিসের ৪র্থ সম্মেলন

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Wednesday, November 8, 2023 - 11:52 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 119 বার

জাকির হোসেন সুমন , ব্যাুরো প্রধান ইউরোপ :জমকালো আয়োজনের মধ্য দিয়ে বৈরী আবহাওয়ার মাঝেও দুই শতাধিক প্রবাসী বাংলাদেশীদের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়ে গেলো ভৈরব পরিষদ ভেনিসের চতুর্থ সম্মেলন ২০২৩।এতে উপদেষ্টা মন্ডলীদের সর্বসম্মতিক্রমে সংবিধান অনুযায়ী আগামী দুই বছরের জন্য সভাপতি নির্বাচিত হয়েছেন সেলিম জাবেদ, সাধারণ সম্পাদক সেলিম হোসাইন এবং সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন পিন্টু মাহমুদ।

ভেনিসের মেসত্রে র ভিয়া আলেআর্দি কল্বে হলে আয়োজিত সম্মেলনে জাহিদ সূজন এর সভাপতিত্বে ও মিয়া মোহাম্মদ রশিদ ও দোলন জাবের এর সঞ্চালনায় প্রথমে পবিত্র কুরআন তেলওয়াত ও জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু করা হয় । বক্তব্য রাখেন , প্রধান উপদেষ্টা হাজী মোহাম্মদ আবুল কাশেম, কাজী আব্দুল মান্নান ,

প্রধান পৃষ্ঠপোষক মোহাম্মদ কামরুজ্জামান সাফি, সানি হক, এছাড়াও ভেনিসের রাজনৈতিক , সামাজিক সংগঠনের নেতৃবৃন্দের মধ্য বক্তব্য রাখেন , নূর আলী পাঠান জিল্লু , মশিউর রহমান , শাহাদাত হোসেন , মনোয়ার ক্লার্ক , ওমর ফারুক নিনি , আক্তার হোসেন , ভেনিস বাংলাদেশ প্রেসক্লাব ইতালির সভাপতি এসকে এমডি জাকির হোসেন সুমন , সাধারণ সম্পাদক মোহাম্মদ উল্লাহ সোহেল , প্রমূখ । আলোচনা সভা শেষে দুই বছর মেয়াদ কালের জন্য ১১১ সদস্য বিশিষ্ট কার্যকরী পরিষদ সহ ৪৭ সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটি ঘোষণা করা হয় ।

সে সময় কার্যকরী কমিটি সহ উপদেষ্টামন্ডলিদের ফুল দিয়ে বরন করে নেন সাবেক কমিটির নেতৃবৃন্দ । পরিশেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত ও নৃত্য পরিবেশন করেন ইতালির জনপ্রিয় সঙ্গীত শিল্পী সাকিব হাসান , লন্ডন হতে আগত শিল্পী নূর জাহান , শতাব্দী রায়, ইতালির নৃত্য শিল্পী অলকা দাস প্রান্তি।