ঢাকা | জানুয়ারী ১৬, ২০২৫ - ২:৫৬ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

নৌকার মনোনয়ন প্রত্যাশী জি এম শফিউল আযম লেনিনের শোভাযাত্রা

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Saturday, November 11, 2023 - 3:26 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 55 বার

আল-হুদা মালী শ্যামনগর থেকে: খুলনায় প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা’র আগমন উপলক্ষে শ্যামনগরে আনন্দ শোভাযাত্রা। আগামী ১৩ নভেম্বর মাননীয় প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী জননেত্রী শেখ হাসিনা’র খুলনায় আগমন উপলক্ষে এবং ঐতিহাসিক সার্কিট হাউস ময়দানে জনসভা সফল করার লক্ষ্যে শ্যামনগর উপজেলায় আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ১১ নভেম্বর বিকালে শ্যামনগর উপজেলার সরকারি মহাসিন ডিগ্রি কলেজ মোড় থেকে শোভাযাত্রাটি শুরু হয়। সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী জি এম শফিউল আযম লেনিন এর নেতৃত্বে এই শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।

এ-সময় উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা বাবু ডালিম কুমার ঘরামী, মুন্সিগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মো: সাবুর আলী, আটুলীয়া ইউনিয়ন আওয়ামী লীগ নেতা বাবু গৌতম কুমার মন্ডল, উপজেলা আওয়ামী লীগের সদস্য শেখ মহাসিন আলম,

উপজেলা আওয়ামী লীগের অন্যতম নেতা মো: খোকন, আটুলীয়া ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাবেক সভাপতি ইমাম হাসান, গাবুরা ইউনিয়ন আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক জি এম ইমাম হোসেন, উপজেলা যুবলীগের সদস্য বাবু নিমাই চন্দ্র মিস্ত্রী, গাবুরা ইউনিয়ন আওয়ামী যুবলীগের আহবায়ক এস এম আতাউর রহমান উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাবেক সহ সভাপতি মো: ফারুক হোসেন, সাবেক ছাত্রনেতা আব্দুল্লাহ আল মামুন,

বুড়িগোয়ালীনি ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মো: ইমাম হাসান। গাবুরা ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাবেক সভাপতি গোলাম মোস্তফা মোস্ত, কালীগঞ্জ উপজেলা যুবলীগ নেতা মিয়ারাজ হোসেন সহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন আনন্দ শোভাযাত্রা টি উপজেলার বিভিন্ন জায়গায় পরিদর্শন শেষে সদরের ট্রাক স্যাটন্ডে এসে শেষ হয়।