ঢাকা | ডিসেম্বর ২৩, ২০২৪ - ৫:১৭ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

বেনাপোলের বালুন্ডা গ্রাম হতে ১৬টি তাজা ককটেল উদ্ধার

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Sunday, November 19, 2023 - 6:02 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 70 বার
মো: সাগর হোসেন, বেনাপোল প্রতিনিধি: বেনাপোল পোর্ট থানার বালুন্ডা গ্রামের একটি পুকুরের পাশ থেকে ১৬ টি ককটেল পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ। শনিবারদ (১৮ নভেম্বর) দুপুরে ককটেলগুলো উদ্ধার করা হয়।
 
পুলিশ জানায়, তাদের কাছে গোপন একটি খবর আসে বেনাপোল পোর্ট থানার বালুন্ডা বাজারের পশ্চিম পাশে বালুন্ডা-বারপোতা সড়কে একটি পুকুর পাড়ে পরিত্যক্ত অবস্থায় বিপুল পরিমাণ ককটেল পড়ে রয়েছে। এমন সংবাদের ভিত্তিতে এসআই শংকর কুমার বিশ্বাস সঙ্গীয় ফোর্স নিয়ে সেখানে অভিযান চালায়। দীর্ঘক্ষণ অভিযান পরিচালনা করে পরিত্যক্ত ১৬টি ককটেল কস্টেপ দ্বারা মোড়ানো অবস্থায় উদ্ধার করা হয়। কে বা কারা ককটেল গুলো রেখেছে তদন্তপূর্বক জানা যাবে বলে জানায় পুলিশ।
 
বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ(ওসি) মোঃ কামাল হোসেন ভূইয়া বিষয়টি নিশ্চিত করে জানান, “এলাকা বাসির মাধ্যমে খবর পেয়ে ককটেল গুলো উদ্ধার করা হয়েছে। তদন্ত করে উক্ত বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে”।