কুড়িগ্রাম -১ আসন থেকে দলীয় মনোনয়ন পত্র কিনলেন মোস্তফা জামান
মোঃ জেলাল আহম্মদ রানা, নাগেশ্বরী কুড়িগ্রাম প্রতিনিধি : আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রাম -১ আসন থেকে বাংলাদেশ আওয়ামীলিগের দলীয় মনোনয়ন পত্র কিনেছেন নাগেশ্বরী উপজেলা আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক ও বর্তমান নাগেশ্বরী উপজেলা চেয়ারম্যান মোঃ মোস্তফা জামান। এ সময় সাথে ছিলেন নাগেশ্বরী, ভুরুঙ্গামারী ও কচাকাটা থানা আওয়ামী লীগ,যুবলীগ, ছাত্রলীগের তৃণমূল পর্যায়ে নেতাকর্মীরা
শনিবার (১৮ নভেম্বর) সকালে বঙ্গবন্ধু অ্যাভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার মনোনয়ন ফরম সংগ্রহের পর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে নির্বাচন করতে আগ্রহীরা মনোনয়ন ফরম সংগ্রহ শুরু করেন।
আওয়ামী লীগের মনোনয়ন পেতে আগ্রহী প্রার্থীরা আগামী মঙ্গলবার (২১ নভেম্বর) পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দিতে পারবেন। এ বছর আওয়ামী লীগের মনোনয়ন ফরমের দাম ৫০ হাজার টাকা করা হয়েছে। বঙ্গবন্ধু অ্যাভিনিউর আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে প্রশাসনিক বিভাগ অনুযায়ী সুনির্দিষ্ট বুথ থেকে দলীয় মনোনয়নের জন্য মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দিতে হবে।