ঝালকাঠির রাজাপুরে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহের এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত
কঞ্জন কান্তি চক্রবর্তী, ঝালকাঠি জেলা প্রতিনিধিঃ ঝালকাঠির রাজাপুরে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ সফল করার লক্ষ্যে এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বেলা সাড়ে ১১ টায় উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের হলরুমে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় কর্তৃক আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান। ইউএনও ফারহানা ইয়াসমিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন পরিবার পরিকল্পনা কর্মকর্তা দেলোয়ার হোসেন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শাহ আলম নান্নু,
উপজেলা বিআরডিবি অফিসার আব্দুস সালাম হাওলাদার, সাংবাদিক এনামুল হোসেন খান, রাজাপুর সাংবাদিক ক্লাবের সভাপতি রহিম রেজা, আরএমও ফারহান তানভীর, পরিবার পরিকল্পনা অফিসার ডা. কাজি দিলশাদ, পরিবার পরিকল্পনা পরিদর্শন বিপ্রদাস মাতব্বর, মাকসুদা বেগম প্রমুখ। এ অনুষ্ঠানে পরিবার পরিকল্পনা বিভাগেরসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও স্বাস্থ্য সহকারিসহ সুধীজন উপস্থিত ছিলেন।