ঢাকা | ডিসেম্বর ২৩, ২০২৪ - ১০:৫৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

নূর একাডেমি হিফ্জ ছাত্রদের শেষ সবক অনুষ্ঠান

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Saturday, December 2, 2023 - 1:59 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 64 বার

মো: সাগর হোসেন, বেনাপোল প্রতিনিধি: বেনাপোল আন-নূর একাডেমি হিফ্জ সম্পন্নকারী ছাত্রদের শেষ সবক অনুষ্ঠান
অনুষ্ঠিতো হয়েছে।

শনিবার(০২ডিসেম্বর) সকাল ১০ টার সময় বেনাপোল দিঘীরপাড় আন-নূর একাডেমির নিজ কার্যলয়ে শেষ সবক অনুষ্ঠানে হাফেজ হাবীবুল্লাহ মাহমুদ,আবু সাইদ,রবিউল ইসলাম,জুবায়ের আহমাদ,ইবরাহীম খলিল,আদিব হাসান,আব্দুর রহমান,আব্দুর রহিম সহ মোট ৮জন হিফ্জ শেষ ছাত্রদের মাঝে ক্রেস প্রদান করা হয়।

এসময় আন-নূর একাডেমি প্রতিষ্ঠাতা ও পরিচালক মুহা. হাবীবুর রহমানের সভাপতিতে¦,প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেশবপুর মিফতাহুল উলুম মাদরাসার মুহতামিম আসাদুজ্জামান সাহেব। বিশেষ অতিথি ছিলেন, বেনাপোল জামিয়া ইসলামিয়ার মুহতামিম মুফতী সাইদুল বাসার সাহেব,বেনাপোল দারুল উলুম কওমি মাদরাসার মুহতামিম মুফতী আবু হানিফ,কাগজপুকুর হাফিজিয়া মাদরাসার মুহতামিম মুফতী হাফেজ মাও: আব্দুল আহাদ,০৫ নং ওয়ার্ড কাউন্সলির আজিম উদ্দিন গাজী,বেনাপোল  পৌর আওয়ামীলীগের সাংস্কৃতিক সম্পাদক গোলাম মোস্তফা সহ ছাত্র/ছাত্রীদের অভিবাবক গন।