ঢাকা | ডিসেম্বর ২৪, ২০২৪ - ১০:৫০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

রাঙ্গুনিয়ায় দ্যা জিনিয়াস স্কলারশিপ মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Wednesday, December 6, 2023 - 6:03 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 94 বার

রাঙ্গুনিয়া প্রতিনিধি: রাঙ্গুনিয়া উপজেলায় দ্যা জিনিয়াস ক্লাবের উদ্যোগে দ্যা জিনিয়াস স্কলারশিপ মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ৬য় থেকে ১০ম শ্রেণীর এই পরীক্ষায় উপজেলার ৫২টি মাধ্যমিক বিদ্যালয়ের ২ হাজার ৮০৮ জন শিক্ষার্থী অংশ নেন। পরীক্ষাটি একযোগে উপজেলার ৩টি কেন্দ্রে অনুষ্ঠিত হয়।

 

শনিবার (১৮ নভেম্বর) সকালে উত্তর রাঙ্গুনিয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন করে শিক্ষার্থী ও অভিভাবকদের উৎসবমুখর পরিবেশ চোখে পড়ে। সকাল ১০ টা থেকে ১১. ৩০ পর্যন্ত দেড় ঘন্টা এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। একই দিন সন্ধ্যায় ফলাফল প্রকাশ করা হবে।

 

এদিন সকালে কেন্দ্র পরিদর্শন করেন দক্ষিণ রাজানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহমদ সৈয়দ তালুকদার, স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নুর উল্লাহ ও পারুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এখতিয়ার হোসেন। এসময় উপস্থিত ছিলেন কেন্দ্র সচিব প্রধান সাহাব্দীনগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নেছার উদ্দিন চৌধুরী, সমন্বয়ক মজুমদারখীল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ওমর ফারুক, খীলমোগল রসিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. বেলাল হোসেন, সহকারী সচিব উত্তর রাঙ্গুনিয়া উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হারুন অর রশীদ, হল সুপার উত্তর রাঙ্গুনিয়া উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মঈনুল ইসলাম মাহমুদ, শিক্ষক সৈয়দ জাহেদুল হক প্রমুখ।

 

উল্লেখ্য ২০১৩ সাল থেকে এই বৃত্তি চালু রয়েছে।