ঢাকা | ডিসেম্বর ২৪, ২০২৪ - ৯:২৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

রাজশাহীতে ব্র্যাকের উদ্যোগে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উদযাপন উপলক্ষে মানববন্ধন ও পথসভা

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Wednesday, December 6, 2023 - 6:10 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 52 বার

সাজ্জাদ মাহমুদ সুইট, রাজশাহী :“নারীর জন্য বিনিয়োগ, সহিংসতা প্রতিরোধ” এই প্রতিপাদ্যকে ধারন করে রাজশাহী জেলা ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির উদ্যোগে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ প্রচরাভিযান পক্ষ (২৫ নভেম্বর -১০ ডিসেম্বর) ২০২৩ উদযাপন উপলক্ষে রাজশাহী -নওগাঁ মহাসড়কের পাশে গতকাল সোমবার (৪ ডিসেম্বর) মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

মানববন্ধন শেষে ব্র্যাক লার্নিং সেন্টার সংলগ্ন প্রধান ফটকের সামনে সংক্ষিপ্ত পথ সভা অনুষ্ঠিত হয়।

রাজশাহী জেলা ব্যবস্থাপক (সেলপ) ত্রিদীপ চন্দ্র গোলদার এর পরিচালনায় উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জোনাল ম্যানেজার (সেলপ) মোসাঃ সুফিয়া বেগম ।

আরও বক্তব্য রাখেন ব্র্যাক রাজশাহী জেলা সমন্বয়ক মোঃ মহসিন আলী, ব্র্যাক লার্নিং ম্যানেজার আব্দুর রাজ্জাক, জোনাল ম্যানেজার মানব সম্পদ বিভাগ মোঃ আরিফুল হক।উক্ত মানববন্ধন ও পথসভায় ব্র্যাক রাজশাহী আঞ্চলিক কার্যালয়ের সকল কর্মসূচির প্রতিনিধি, অফিসার’স সেলপ, প্রশিক্ষনার্থী সহ স্থানীয় বিভিন্ন শ্রেনী পেশার মানুষ স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেন।