ঢাকা | ডিসেম্বর ২৩, ২০২৪ - ৯:৫৬ অপরাহ্ন

চিরিরবন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) লায়লা বানু

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Wednesday, December 6, 2023 - 6:15 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 44 বার

স্টাফ রিপোর্টারঃ চিরিরবন্দর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান লায়লা বানু দৈনন্দিন দাপ্তরিক কার্যক্রমের অংশ হিসেবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন।

সোমবার (৪ ডিসেম্বর) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিদের্শন করেন তিনি।এ সময় তিনি ভর্তিকৃত রোগীদের খোঁজ খবর নেন ও বিভিন্ন ওয়ার্ড ঘুরে ঘরে পরিদর্শন করেন।
উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান লায়লা বানু জানান, দৈনন্দিন দাপ্তরিক কার্যক্রমের অংশ হিসেবে স্বাস্থ্য কমপ্লেক্সটি হঠাৎ করে পরিদর্শনে আসেন। স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্বরত চিকিৎসকদের নিয়মিত হাসপাতালে উপস্থিত থেকেই সেবা প্রত্যাশীদের সেবা প্রদান করতে হবে। দিন কিংবা রাত যে কোন মুহুর্তে নিয়মিত স্বাস্থ্য কমপ্লেক্স পরির্দশন করা হবে।

সেজন্য নিয়ম মাফিক ভাবে ডাক্তারগণের উপস্থিতি নিশ্চিত করে আগত রোগীদের সেবা নিশ্চিত করতে হবে। রোগীরা যেন কোন ভাবে সেবা বঞ্চিত না হন সেদিকে খেয়াল রাখার প্রতিও তিনি ডাক্তারদের অনুরোধ করেন।

এসময় তিনি রোগিদের সাথে কথা বলেন সেই সাথে কর্মরত ডাক্তারদের স্বাস্থ্য সেবায় দিক নির্দেশনামুলক পরামর্শ প্রদান করেন।

উপজেলা চেয়ারম্যান সাংবাদিকদের জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিকল্পনা অনুসারে স্বাস্থ্যসেবা জনগণের দোড়গোড়ায় পৌঁছানোর লক্ষ্যে বর্তমান সরকার কাজ করছেন। সে লক্ষ্যে সাবেক পররাষ্ট্র মন্ত্রী ও বর্তমান অর্থ মন্ত্রলালয় সম্পর্কীত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি জনাব আবুল হাসান মাহমুদ আলী এমপি’ মহোদয়ের দিক নির্দেশনায় তিনি তার উপজেলার জনসাধারণের উন্নয়ন ও স্বাস্থ্য সেবার মান বৃদ্ধির লক্ষ্যে কাজ করছেন বলে জানান।