ফুলবাড়ীতে ভোটগ্রহন কর্মকর্তাদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা
মেহেদী হাসান,ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দিনাজপুরের ফুলবাড়ীতে ভোটগ্রহন কর্মকর্তা প্রিজাইডিং,সহকারী প্রিজাইডিং ও পোলিং অফিসারদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ফুলবাড়ী গোলাম মোস্তফা (জিএম) পাইলট উচ্চ বিদ্যালয় সভাকক্ষে উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয়ের আয়োজনে দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মীর মোঃ আল কামাহ তমাল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা প্রশাসক ও রিটানিং অফিসার শাকিল আহমেদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর পুলিশ সুপার পিপিএম শাহ ইফতেখার আহমেদ,সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা কামরুল হাসান,সহকারি কমিশনার ভূমি মুহাম্মাদ জাফর আরিফ চৌধুরি প্রমুখ।
উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুস সামাদ জানান,উপজেলার ৫২টি ভোট কেন্দ্রের জন্য ৬০ জন প্রিজাইডিং কর্মকর্তা,৩৬৬জন সহকারী প্রিজাইডিং কর্মকর্তা এবং ৭৩২ জন পুলিং অফিসারসহ মোট ১হাজার ১৫৮জন ভোটগ্রহন কর্মকর্তাদের এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।