ঢাকা | জানুয়ারী ১২, ২০২৫ - ১০:২৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

শাহরাস্তিতে  অসহযোগ আন্দোলনের সমর্থনে বিএনপির বিক্ষোভ মিছিল

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Sunday, December 24, 2023 - 2:22 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 57 বার

ইউসুফ পাটোয়ারী লিংকন:আসন্ন জাতীয় সংসদের ডামী নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের ডাকের জনসমর্থনে লিফলেট বিতরণ গণসংযোগ ও বিক্ষোভ মিছিলের এক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় উপজেলা ও পৌরসভা বিএনপির আয়োজনে পৌরসভার মেহের কালীবাড়ি বাজার হতে দোয়াভাঙ্গা পর্যন্ত অনুষ্ঠিত হয়।

ওইদিন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের উপজেলা বিএনপির সভাপতি আয়াত আলী ভূঁইয়ার নেতৃত্বে এ লিফলেট বিতরণ, গণসংযোগ কর্মসূচি এবং বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। আসন্ন নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের ডাকের সমর্থনে জনমত সংগঠিত করার লক্ষ্যে এ কর্মসূচি । উপজেলা যুবদলের আহ্বায়ক আলী আজগর মিয়াজী জানান, দলের সর্বোচ্চ পর্যায় থেকে প্রেরিতবাত্তার আলোকে তাদের এই কর্মসূচি। নেতৃবৃন্দ আরো জানান, তাদের মিছিলটি ঠাকুরবাজার এলাকায় পৌছালে আইনশৃঙ্খলা বাহিনী পুলিশ সদস্যরা এতে বাধা সৃষ্টি করে।

নেতৃবৃন্দের সঙ্গে দস্থা দোস্তি করে মিছিলটি ভঙ্গ করে দেয়। এ সময় আরো উপস্থিত ছিলেন সাবেক শাহরাস্তি পৌরসভা বিএনপির সভাপতি আবুল কালাম, সাবেক চেয়ারম্যান আঃ রশীদ, উপজেলা যুবদলের সদস্য সচিব এহতেশামুল হক গনি, পৌর যুবদলের আহ্বায়ক জাকির হোসেন নয়ন, উপজেলা ছাত্রদলের আহবায়ক ইঞ্জিনিয়ার এবিএম পলাশ, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আজগর হোসেন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ মাসুদ হোসেন, সদস্য সচিব মোয়াজ্জেম হোসেন শিপন,সদস্য সচিব মোঃ সোলেমান,পৌর

স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শফিকুর রহমান, উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক মোঃ হেলাল উদ্দিন। চিতোষী পূর্ব ইউপি বিএনপি’র সাধারণ সম্পাদক জসীমউদ্দিন বিএসসি, রায়শ্রী দক্ষিণ ইউপি বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আব্দুস সাত্তার, মেহের দক্ষিণ ইউপি বিএনপির সাধারণ সম্পাদক তাফাজ্জল হোসেন, টামটা দক্ষিণ ইউপি বিএনপি সাধারণ সম্পাদক শামীম আহমেদ,শুচিপাড়া দক্ষিণ বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেন লিটন,টামটা উত্তর ইউপি বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আয়াত আলী বেঙ্গল প্রমূখ উপস্থিত ছিলেন । এছাড়া মূলদল যুবদল ছাত্রদল কৃষক দল স্বেচ্ছাসেবক দলসহ সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ কর্মী সমর্থকরা উপস্থিত হয়ে কর্মসূচিতে অংশ নেয়।