ঢাকা | ডিসেম্বর ২৫, ২০২৪ - ১১:৩৫ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

দিনাজপুর-৪ আসনে মাহমুদ আলী মন্ত্রী হওয়ার খবরে আওয়ামী লীগের আনন্দ মিছিল

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Thursday, January 11, 2024 - 2:54 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 42 বার

মোঃ লায়ন ইসলাম,খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: নতুন মন্ত্রিসভায় পূর্ণ মন্ত্রী হিসেবে দিনাজপুর-৪ আসনের টানা ৪র্থ বারের মত সংসদ সদস্য আবুল হাসান মাহমুদ আলী ফোন পাওয়ার খবরে তাঁর নির্বাচনী এলাকায় আনন্দ মিছিল করেছে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা।

বুধবার (১০ জানুয়ারী) রাত ৯টার দিকে খানসামা উপজেলার প্রধান বাণিজ্যিক কেন্দ্র পাকেরহাট, খানসামা বাজার, রামকলা ও কাচিনীয়া হাটে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে বাদ্যযন্ত্র বাজিয়ে মিছিল হয়। আনন্দ মিছিলে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সফিউল আযম চৌধুরী লায়ন সহ যুবলীগ, ছাত্রলীগ,স্বেচ্ছাসেবক লীগ, মৎস্যজীবী লীগের নেতৃবৃন্দ।

এইদিকে উপজেলা আলোকঝাড়ি ইউনিয়ন ছাত্র লীগের সাধারণ সম্পাদক সোহেব আহমেদ এর নেতৃত্বে ১১ জানুয়ারি বৃহস্পতিবার সকালে আনন্দ মিছিল বেড় করেন।