ঢাকা | ডিসেম্বর ২৩, ২০২৪ - ৮:১৮ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

রাঙ্গুনিয়ায় সংবর্ধিত হলেন চার কুরআনে হাফেজ

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Monday, January 15, 2024 - 4:21 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 55 বার

রাঙ্গুনিয়া প্রতিনিধিঃ বাংলাদেশ ক্বওমি মাদ্রাসা শিক্ষাবোর্ড ইত্তিহাদুল মাদারিস রাঙ্গুনিয়া শাখার ব্যবস্থাপনায় আয়োজিত ১৪তম হিফজুল কুরআন প্রতিযোগিতায় মুরাদ নগর রহমানিয়া তা’লিমুল কোরআন মাদ্রাসার হিফজ বিভাগ থেকে চারজন হাফেজ জয়ী হয়েছেন।

মাদ্রাসাটির পক্ষ থেকে এই চার কুরআনে হাফেজকে সংবর্ধনা দেয়া হয়। তারা হলেন উপজেলা পর্যায়ে ৩০ পারা প্রতিযোগিতায় প্রথম মোহাম্মদ সা’দ, ২০ পারা প্রতিযোগিতায় দ্বিতীয় মো. আবদুল্লাহ ও ১০ পারা প্রতিযোগিতায় তৃতীয় হওয়া দুই শিক্ষার্থী মো. ইমতিয়াজ ও মো. ইমাম। সোমবার (১৫ জানুয়ারি) বিকেলে মাদ্রাসা কর্তৃপক্ষ ও এলাকাবাসীর পক্ষ থেকে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসা পরিচালনা পরিষদের সভাপতি মনির আহমদ চৌধুরী। প্রধান অতিথি ছিলেন রাঙ্গুনিয়া ইউসিসিএ লি: এর চেয়ারম্যান আরিফুল ইসলাম চৌধুরী।

শিক্ষক মুজাহিদুল ইসলাম’র সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন মাদ্রাসার পরিচালক মাওলানা জাহাঙ্গীর আলম, মাদ্রাসা বিভাগীয় প্রধান মাওলানা হাফেজ শহিদুল্লাহ, মাওলানা মর্তুজা, হাফেজ রুখনুজ্জামান, মাদ্রাসা পরিচালনা পরিষদের সদস্য বদি আহমদ চৌধুরী, আহমদ সৈয়দ, উমর ফারুক চৌধুরী, প্রবাসী মাওলানা হাবিবুল্লাহ প্রমুখ। অনুষ্ঠানে সংবর্ধিত হাফেজরা পবিত্র কুরআনের বিভিন্ন অংশ থেকে তেলাওয়াত করেন। পরে তাদের ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক দেওয়া হয়।