রাঙ্গুনিয়ায় এমপিএলে’র অষ্টম আসরের উদ্বোধন
রাঙ্গুনিয়া প্রতিনিধিঃজমকালো আয়োজনের মধ্য দিয়ে রাঙ্গুনিয়া উপজেলায় মোগলেরহাট প্রিমিয়ার লীগ (এমপিএল)’র অষ্টম আসরের উদ্বোধন হয়েছে। শুক্রবার (১৯ জানুয়ারি) বিকেলে মোগলেরহাট প্রিমিয়ার লীগ ক্রীড়া পরিষদের আয়োজন ও আমরা গ্রামবাসী কল্যাণ সমিতির সার্বিক তত্বাবধানে খিলমোগল রসিক উচ্চ বিদ্যালয় মাঠে টুর্নামেন্টের উদ্বোধন হয়। উদ্বোধনী দিনে জয় পায় টিম ফাইটার্স। তাদের প্রতিপক্ষ ছিল টিম সিক্সার্স।
মোগলের হাট প্রিমিয়ার লীগ ক্রিড়া পরিষদের পরিচালক সুলতান মাহমুদ টিপু’র সঞ্চালনায় টুর্নামেন্টের উদ্বোধক ছিলেন রাঙ্গুনিয়া বেইস গণবিদ্যালয়ের অধ্যক্ষ মো. সিরাজুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন গ্রামবাসী কল্যাণ সমিতির উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান ও বাংলাদেশ সমরাস্ত্র কারখানায় প্রকৌশলী ফখরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন এমপিএল পরিচালনা পরিষদের উপদেষ্টা ইঞ্জিনিয়ার মো. ইউসুফ, আমরা গ্রামবাসী কল্যাণ সমিতির সদস্য আজিজুল ইসলাম, সংবাদকর্মী মো. ইসমাঈল হোসেন প্রমুখ।
উল্লেখ্য স্থানীয় খেলোয়াড়দের নিয়ে চার দলে ভাগ হয়ে টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে।