ঢাকা | ডিসেম্বর ২৭, ২০২৪ - ১২:৪৯ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

খানসামায় ২ দিন ব্যাপী ৪৫তম জাতীয় বিজ্ঞান মেলায় সমাপনী অনুষ্ঠান

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Thursday, January 25, 2024 - 2:32 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 49 বার

মোঃ লায়ন ইসলাম, খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: বিজ্ঞান ও প্রযুক্তি উদ্ভাবনেই সমৃদ্ধি স্লোগানে দিনাজপুরের খানসামা উপজেলায় বিজ্ঞান বিষয়ক বিভিন্ন উদ্ভাবনী প্রকল্প প্রদর্শনীর মাধ্যমে শুরু হয়েছে দুই দিনব্যাপী ৪৫ তম জাতীয় বিজ্ঞান সমাপনী ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে এবং বিজ্ঞান মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় উপজেলা পরিষদ চত্বরে এই মেলা হয়। ইউএনও মো: তাজ উদ্দিনের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা পারভীন, উপজেলা মৎস্য কর্মকর্তা শাম্মী আখতার, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা হাবিবা আক্তার, উপজেলা একাডেমিক সুপারভাইজার শরিফুল কায়সাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও শিক্ষক-শিক্ষার্থীগণ।

উল্লেখ্য, ৪৫ জাতীয় বিজ্ঞান মেলা গত ২৪-২৫ জানুয়ারী দুই দিন ব্যাপী ২০ টি স্টলে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বঙ্গবন্ধু স্যাটেলাইট, পদ্মা বহুমুখী সেতু, পারমাণবিক চুল্লি, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, সোলার প্যানেল, একটি বাড়ি একটি খামার, শহরাঞ্চলে জলাবদ্ধতা দূরীকরণ, উন্নত গ্রামীণ জীবনযাত্রা ও স্মার্ট বাংলাদেশ বিষয়ে নিজ নিজ প্রকল্প উপস্থাপন করে ও বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়।