ঢাকা | ডিসেম্বর ২৪, ২০২৪ - ১১:৩১ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

বেনাপোলে নানা আয়োজনে আন্তর্জাতিক কাস্টমস দিবস পালিত

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Saturday, January 27, 2024 - 11:42 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 40 বার
মো: সাগর হোসেন,বেনাপোল প্রতিনিধি:আন্তর্জাতিক কাস্টমস দিবস-২০২৪ উপলক্ষে সেমিনার ও আলোচনা সভার আয়োজন করে বেনাপোল কাস্টমস হাউস। শুক্রবার সকালে বেনাপোল কাস্টমস হাউসের কাস্টমস ক্লাবে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বেনাপোল কাস্টমস হাউসের কমিশনার মো. আব্দুল হাকিমের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় রাজস্ব বোর্ড কাস্টমস ও ভ্যাট প্রশাসনের সদস্য মিজ ফারজানা আফরোজ।

অনুষ্ঠানে এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যশোর এক্সাইজ ভ্যাট কমিশনারেট কাস্টমস, কমিশনার মো. কামরুজ্জামান, বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ সুমন ভক্ত, বেনাপোল সিএন্ডএফ এ্যাসোসিয়েশনের সভাপতি শামছুর রহমানসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।