ঢাকা | ডিসেম্বর ২৭, ২০২৪ - ১১:৩৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

কুলাউড়ায় শ্রীপুর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Monday, January 29, 2024 - 2:13 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 42 বার

কুলাউড়ায় শ্রীপুর:কুলাউড়ার উপজেলার ৫নং ব্রাহ্মণবাজার ইউনিয়নের শ্রীপুর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য পদে ২৮ জানুয়ারী রবিবার নির্বাচন অনুষ্ঠিত হয়। সকাল ১০টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে বিরতিহীনভাবে বিকাল ৪ ঘটিকায় শেষ হয়।

মোট ৩৮৬ জন ভোটারের মধ্যে ২৭৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এতে পুরুষ সদস্য হিসেবে মোঃ রায়হান উদ্দিন ১৮৫ ভোট পেয়ে প্রথম, আব্দুল মজিদ ১৭৯ ভোট পেয়ে দ্বিতীয়, মোঃ সফর উদ্দিন ১৪৮ ভোট পেয়ে ৩য় ও মোঃ ফয়জুর রহমান লিটন ১৩৩ ভোট পেয়ে চতুর্থ হন। সায়না বেগম ২০০ ভোট পেয়ে মহিলা সদস্য নির্বাচিত হন।

নারী দুই জন ও পুরুষ ছয়জন জন সহ মোট ৮ জন প্রার্থী নির্বাচনে অংশ গ্রহণ করেন। নির্বাচনে কুলাউড়া উপজেলার একাডেমিক সুপারভাইজার শফিকুল ইসলাম প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন, সহকারী প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ সেলিম। এছাড়া ও বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আব্দুস সালাম সহ অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন ।

দুপুর ২ ঘটিকার দিকে ৫নং ব্রাহ্মণবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক মমদুদ হোসেন নির্বাচনের সার্বিক পরিস্থিতি পরিদর্শন করেন। ভোট চলাকালীন বাহিরের পরিবেশ সুন্দর রাখতে এবং কোন প্রকার বিশৃঙ্খলার ঘটনা যেন না ঘটে সেজন্য সকাল থেকে কুলাউড়া থানার থানার এস আই নৃপেশ নিরলসভাবে দায়ীত্ব পালন করেন।