ঢাকা | জানুয়ারী ৮, ২০২৫ - ১০:৩৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

খেলাধুলা অপরাধ মূলক কর্মকাণ্ড থেকে রক্ষা করতে শেখায়- চেয়ারম্যান সাঈদুর রহমান

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Sunday, February 4, 2024 - 10:55 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 41 বার

ষ্টাফ রিপোর্টারঃ ময়মনসিংহের সদর উপজেলার ১১নং ঘাগড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, বিশিষ্ট রাজনীতিবিধ ও সমাজসেবক আলহাজ্ব সাইদুর রহমান বলেছেন-

আজকের শিশু আগামী দিনের কর্ণধার। কাজেই শিশুদের শারীরিক ও মানসিক বিকাশ অপরিহার্য। কারণ সঠিক পরিচর্যা না হলে তারা হবে অপরিপূর্ণ, অপিরপক্ব। খেলাধুলা ও শরীরচর্চা শিশুর শারীরিক ও মানসিক বিকাশে অগ্রণী ভূমিকা পালন করে। খেলাধুলার মাধ্যমে শিশুর চিন্তার সৃজনশীল বিকাশ ঘটে, নেতৃত্বের দক্ষতা অর্জিত হয়, জয়-পরাজয় মেনে নেওয়ার সাহস বাড়ে, দেশপ্রেম জাগ্রত হয় এবং নৈতিক চরিত্রের বিকাশ ঘটে। শুধু তাই নয়, তাদের মধ্যে অপরাধপ্রবণতা কমে যায়।

শনিবার (৩রা ফেব্রুয়ারী) দুপুরে উপজেলার ১২নং ভাবখালী ইউনিয়নের ভাবখালী বড়বাড়ী সংলগ্ন হলিপথ আইডিয়াল স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন-আজ দেশে যে কিশোর গ্যাং কালচার শুরু হয়েছে, তা রোধ করতে পর্যাপ্ত খেলাধুলার বিকল্প নেই। খেলাধুলা যে শুধু শারীরিক ও মানসিক বিকাশে সাহায্য করে তাই নয়, একজন খেলোয়াড় শুধু নিজের জন্য নয়, বরং নিজের দেশ ও জাতির জন্যও সম্মান ও পরিচিতি বয়ে আনতে পারে।

স্থানীয় আলহাজ্ব জালাল উদ্দিন মাষ্টার এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ প্রেসক্লাব ময়মনসিংহ মহানগর শাখার সিনিয়র সহসভাপতি আরিফ রববানী,জাতীয় শ্রমিক ভাবখালী ইউনিয়ন শাখার আহবায়ক জুয়েল মিয়া,স্থানীয় আব্দুল কদ্দুস মন্ডল,আবুল মনসুর, ঘাগড়া ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার প্রচারণা আবুল হাসেম (হুসা),ঘাগড়া ইউনিয়নের উদ্যোক্তা তোফায়েল আহমেদ, হলিপথ আইডিয়াল স্কুলের ব্যবস্থাপনা পরিচালক মনিরুজ্জামান,পরিচালক মারফত আলী,কোষাধ্যক্ষ ও পরিচালক আলাউদ্দিন রনি, পরিচালক মমিনুল ইসলাম প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন স্কুলের প্রধান শিক্ষক কামাল হোসেন।

এসময় প্রধান অতিথি ইউপি চেয়ারম্যান আলহাজ্ব সাইদুর রহমান আরো বলেন-শারীরিক শিক্ষা মূলত জীবনের শিক্ষা। খেলাধুলা নিজেকে রক্ষা করতে শেখায়। একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় অর্থনৈতিকভাবে সমৃদ্ধ জাতি গঠনে শারীরিক ও মানসিকভাবে সুস্থ-সবল যুবসমাজ প্রয়োজন। তাই শিক্ষাপ্রতিষ্ঠানে এ বিষয়ের শিক্ষকদের মর্যাদা প্রতিষ্ঠা করা উচিত।

এতে তারা যেমন সম্মানিত হবেন, তেমনি জাতিও বেড়ে উঠবে শারীরিক ও মানসিকভাবে সুস্থ হয়ে উঠে। তিনি বলেন-পৃথিবীর যে দেশ শারীরিক শিক্ষা বিষয়ে যত উন্নত, সে দেশ শিক্ষা, স্বাস্থ্য ও খেলাধুলায় তত উন্নত। আমরাও খেলাধুলায় উন্নত হতে চাই। আগামীর জন্য একটি সুস্থ জাতি চাই। সরকারের পৃষ্ঠপোষকতা এবং অভিভাবকদের সচেতনতার মাধ্যমে শিশুর শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলাকে সুপ্রতিষ্ঠিত করা সম্ভব।

অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্কুলের সহকারী শিক্ষকবৃন্দ ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন। P