ঢাকা | ডিসেম্বর ২৩, ২০২৪ - ৯:৩৪ অপরাহ্ন

সাপাহার টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে ভর্তি কার্যক্রম অবহিতকরণ ও উদ্বুদ্ধকরণ সভা

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Friday, December 18, 2020 - 9:04 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 154 বার

সোহেল চৌধুরী রানা, সাপাহার (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর সাপাহারে টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে ভর্তি কার্যক্রম অবহিতকরণ ও উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বেলা ১১ টায় উপজেলা সদরে নবনির্মিত সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সিরাজুল ইসলামের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভার প্রধান অতিথি হিসেবে কারিগরি শিক্ষা অধিদপ্তরের যুগ্ন সচিব, আব্দুর রাকিব উপস্থিত থেকে বিভিন্ন দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহজাহান হোসেন মন্ডল, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কল্যাণ চৌধুরী, নওগাঁ শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আবু সাঈদ, সহকারী প্রকৌশলী রাকিবুল আহসান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শামসুল আলম শাহ্ চৌধুরী, অফিসার ইনচার্জ (ওসি) তারেকুর রহমান সরকার প্রমূখ।

অনুষ্ঠিত সভা থেকে জানাযায়, ২০২১ শিক্ষাবর্ষে আসন সংখ্যা অনুযায়ী প্রতিষ্ঠানটিতে ৬ষ্ঠ শ্রেণীতে ১২০ জন এবং ৯ম শ্রেণিতে ৬০ জন ছাত্র-ছাত্রী ভর্তির সুযোগ পাবে।

এসময় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, শিক্ষকবৃন্দ ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।