ঢাকা | ডিসেম্বর ২৪, ২০২৪ - ১২:৪৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

মাধবপাশা -দিঘীরপাড় সমাজ কল্যাণ পরিষদ অসহায় শীতার্তদের পাশে

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Friday, December 18, 2020 - 9:08 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 128 বার

মোঃ ইমরান হোসেন, স্টাফ রিপোর্টার : মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মাধবপাশা -দিঘীরপাড় সমাজ কল্যাণ পরিষদ এর উদ্যোগে চলমান শৈত্যপ্রবাহে অসহায় ও শীতাত মানুষদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে৷

১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে বিকাল ৪টার দিকে নিজ পরিষদের অর্থায়নে এবং উপদেষ্টামন্ডলী ও সদস্যবিন্দু সহযোগিতায় অসহায় দরিদ্র শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেছে মাধবপাশা -দিঘীরপাড় সমাজ কল্যাণ পরিষদ ৷

এ সময়ে শীতবস্ত্র বিতরণীয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মাধবপাশা-দিঘীরপাড় সমাজ কল্যাণ পরিষদ সভাপতি সাইফুল ইসলাম রিংকু, সাধারণ সম্পাদক আতাউর রহমান লিটন, সাংগঠনিক সম্পাদক মোঃ তরিকুল ইসলাম লিটন সহ ও অন্যান্য সদস্যবিন্দু৷অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন মাধবপাশা -দিঘীরপাড় সমাজ কল্যাণ পরিষদের সভাপতি সাইফুল ইসলাম রিংক তিনি বলেন, এই পরিষদের সকল সদস্যরা সবসময়ই যে কোনো ভালো কাজের সঙ্গে থাকতে আনন্দবোধ করে।এই ভেবে যে অসহায় মানুষের জন্য কিছু হলেও আমরা করতে পারছি।তিনি আরো বলেন এই পরিষদের সভাপতি হিসেবে এই শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের মতো মানবিক একটি কাজে আমি নেতৃত্ব দিতে পেরে, মানবতার সেবা করতে পেরে আমি যারপরনাই আনন্দ বোধ করছি। আমি বিশ্বাস করি আমরা এরপরেও মাধবপাশা- দিঘীরপাড় সমাজকল্যাণ পরিষদ মাধ্যমে অসহায় মানুষের পাশে দাঁড়াব।

মাধবপাশা দিঘীরপাড় সমাজ কল্যাণ পরিষদের সাংগঠনিক সম্পাদক মোঃ তরিকুল ইসলাম লিটন বলেন, মাধবপাশা- দিঘীরপাড় সমাজ কল্যাণ পরিষদ এমন একটি সংগঠন যেটি সংগঠনের সদস্যদের ভালোমন্দ দেখার সাথে সাথেই সমাজের দুস্থ অসহায় মানুষের পাশে দাঁড়াতে বিন্দু মাত্র কুণ্ঠাবোধ করবে না। এমনকি আমরা এই পরিষদের মাধ্যমে সামনের দিকেও সমাজের অসহায়, দুস্থ, নিপীড়িত মানুষের কল্যাণে কাজ করে যাব এ প্রত্যয় ব্যক্ত করছি।