ঢাকা | ডিসেম্বর ২৪, ২০২৪ - ১:৩৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

শার্শায় ফ্রী খাবার বাড়িতে কম্বল বিতরণ ও মানবতার খাম্বা উদ্ভোধন

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Friday, December 18, 2020 - 9:15 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 114 বার

সোহেল রানা,যশোর প্রতিনিধিঃ”লাগলে নিয়ে যান,থাকলে দিয়ে যান “এই প্রতিপ্রাদ্যকে সামনে রেখে যশোরের শার্শা এতিম ও সুবিধা বঞ্চিতদের মাঝে কম্বল বিতরণ এবং মানবতার খাম্বা উদ্ভোধন করা হয়েছে।

শুক্রবার (১৮ ডিসেম্বর) দুপুরে জুম্মা নামাজ শেষে বুরুজবাগান পাইলট বালিকা বিদ্যালয় সংলগ্ন ফ্রী খাবার বাড়িতে জুয়েল ইমরান সিনিয়র সহকারী পুলিশ সুপার,নাভারণ সার্কেল, যশোর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কম্বল ও মানবতার খাম্বা উদ্ভোধন করেন।

প্রধান অতিথি জুয়েল ইমরান বলেন,উদ্ভাবক মিজান যেভাবে গরীব অসহায় দুস্থ সুবিধা বঞ্চিত মানুষের সেবা করে যাচ্ছেন।সেভাবে যদি শার্শার প্রতিটি ঘরে ঘরে যদি এক একটা মিজান তৈরি হতো তাহলে শার্শা উপজেলায় কেউ অসহায় থাকতো না।তাই আমরা অসহায়দেরকে সহযোগিতা করি,তাহলে অসহায় সুস্থ গরীব মানুষের দুঃখের লাঘব হবে।তাই সমাজের বিত্তবান সকলকে অসহায়-দুস্থ মানুষের পাশে দাড়ানোর আহবান জানান তিনি।

পরে প্রধান অতিথি অসহায়-দুস্থ,এতিম শিক্ষার্থীদের মাঝে কম্বল,মশারি, বিছানা ও খাবার বিতরণ করেন।

এসময় উপস্থিত ছিলেন,নাভারণ ফজিলাতুন্নেছা মহিলা কলেজের প্রভাষক আসাদুজ্জামান আসাদ,দেশসেরা উদ্ভাবক মিজানুর রহমান,শার্শা সদর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মোরাদ হোসেন,আবু তোরাব যুব যুব সংঘের প্রতিষ্ঠাতা মেহেদি হাসান, তরুণ বিশিষ্ঠ ব্যবসায়ী আলমগীর হোসেন,সমাজ সেবক উজ্জ্বল হোসেন,বাদল নার্সারির পরিচালক বাদল হোসেন, মিডিয়কর্মীসহ বিভিন্ন শেনী পেশার মানুষ।