ঢাকা | ডিসেম্বর ২৯, ২০২৪ - ৭:৪৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

নেতা নয়,সেবক হয়ে আপনাদের পাশে থাকতে চাই-ময়মনসিংহ সদরে সাঈদ

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Tuesday, March 19, 2024 - 5:14 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 21 বার

ষ্টাফ রিপোর্টারঃআসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী,ময়মনসিংহ সদর উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক, সিরতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদর উপজেলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এসোসিয়েশনের সভাপতি আলহাজ্ব মোহ আবু সাঈদ

বলেছেন, ‘আমি সেবক হতে চাই, নেতা হতে চাই না। আমি আওয়ামী লীগের একজন ক্ষুদ্র কর্মী। আপনাদের সাথে থেকে একসঙ্গে কাজ করতে চাই।’

মঙ্গলবার (১৯মার্চ) দিনব্যাপী সদর উপজেলার পরানগঞ্জ ইউনিয়নের বিভিন্ন এলাকার বড়বাড়িতে গণসংযোগ ও মতবিনিময়ে তিনি এসব কথা বলেন।

আলহাজ্ব আবু সাঈদ বলেন, ‘আমরা আপনাদের সহযোগিতা করবো এবং আপনারা আমাদের সহযোগিতা করবেন। তার জন্য কোনো বাহিনী প্রয়োজন নাই। বঙ্গবন্ধুর ডাকে সাধারণ মানুষ মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলো। আমরা সন্ত্রাস, অগ্নিসংযোগ ও প্রতিহিংসার রাজনীতি বিশ্বাস করি না। আমাদের পাশাপাশি অন্য ধর্মের যারা আছেন তাদেরকে সম্মান করাটা আমাদের শিক্ষা।
তিনি বলেন, আসুন আমরা-আপনারা সবাই মিলে শান্তিপূর্ণ এবং সমৃদ্ধিশালী বাংলাদেশের পথে এগিয়ে যেতে চাই। সকলকে ঐক্যবদ্ধ ভাবে একচিন্তা এবং একচেতনা নিয়ে এগিয়ে যেতে হবে।

উল্লেখ্য-ময়মনসিংহ সদর উপজেলা নির্বাচনে আগ্রহী প্রার্থীরা উপজেলার সর্বত্র মাঠ চষে বেড়াচ্ছেন। প্রতিটি পাড়া-মহল্লায় উঠান বৈঠক, আলোচনা সভা, পরিচয় সভা, নির্বাচনী প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা। প্রতিটি এলাকায় প্রার্থীদের সঙ্গে ভোটার, নেতাকর্মী, সাধারণ মানুষও প্রচারণায় অংশ নিচ্ছে।

সেই ধারাবাহিকতাশ উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নিতে ময়মনসিংহ সদর উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক, সিরতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদর উপজেলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এসোসিয়েশনের সভাপতি আলহাজ্ব মোঃ আবু সাঈদ দিন-রাত ব্যাপক গণসংযোগ করছেন। এ সময় তিনি বর্তমান সরকারে উন্নয়ন কর্মকাণ্ড, উপজেলা পরিষদের আগামী উন্নয়ন ভাবনা ও পরিকল্পনার চিত্র তুলে ধরছেন। এ ধরনের গণসংযোগের ফলে প্রতিটি এলাকায় উৎসবের আমেজ বিরাজ করছে।

উপজেলা চেয়ারম্যান পদে মানুষের সমর্থন পেতে আলহাজ্ব আবু সাঈদ তার নিজস্ব নানা কৌশলে গণসংযোগ করে যাচ্ছেন। তিনি উপজেলার কুষ্টিয়া,খাগডহর,অষ্টধার, চর ঈশ্বরদিয়া, চর নিলক্ষিয়া, বোররচর ও পরানগঞ্জ ইউনিয়ন সহ প্রতিটি ইউনিয়নের প্রতিটি গ্রাম, পাড়া-মহল্লায় নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন।

এ সময় তার সঙ্গে থেকে গণসংযোগ কে উৎসবমুখর পরিবেশে রুপ দিচ্ছেন আওয়ামী লীগ ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরা।

উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব মোঃ আবু সাঈদ বলেন, উপজেলা পরিষদ হচ্ছে জনগনের উন্নয়নের কেন্দ্রবিন্দু। ফলে বর্তমান সরকারে উন্নয়নের সব কার্যক্রম উপজেলা ভিত্তিক হলে জনগণ উপকৃত হবে। সৎ আর্দশ মানুষ নির্বাচিত হলে জনগণ ভালো সেবা পাবে। তাই জনগণের কল্যাণে কাজ করতে আপনাদের সহযোগিতা চাই।