ঢাকা | জানুয়ারী ২, ২০২৫ - ১২:৫৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

তাহিরপুর সীমান্ত এখন বেপরোয়া চোরাই পথে কয়লা আনতে গিয়ে ২জনের মৃত্যু

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Tuesday, March 19, 2024 - 5:17 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 20 বার

সুনামগঞ্জ প্রতিনিধি:সুনামগঞ্জের তাহিরপুর সীমান্তের লাকমা এলাকা এখন বেপরোয়া হয়ে উঠেছে,চোরাইপথে ভারত থেকে কয়লা আনতে গিয়ে কয়লার গর্তে পড়ে খায়রুল ইসলাম ও মুখলেস মিয়া নামে দুই কয়লা শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত দুজনের বাড়ি তাহিরপুর উপজেলার শ্রীপুর (উত্তর) ইউনিয়নের সীমান্তবর্তী লাকমা গ্রামের বাসিন্দা তারা।

স্থানীয়দের একাধিক তথ্য সূত্রে জানাযায়,সোমবার (১৮ মার্চ) সন্ধ্যার পর ৭/৮ জনের একটি দল টেকেরঘাট সীমান্তে বিজিবির চোখ ফাঁকি দিয়ে চোরাইপথে কয়লা আনতে যায়। রাত ৯টার দিকে পুরনো একটি কয়লার গর্তের মধ্যে প্রবেশ করলে অক্সিজেনের অভাবে ৩ জন শ্রমিক সাথে সাথে অসুস্থ হয়ে পড়েে।এসময় সাথে থাকা শ্রমিকরা গর্তের ভেতর থেকে তিনজনকে বের করলেও দুইজন অক্সিজেনের অভাবে ঘটনাস্থলেই মারা যান।

এব্যাপারে তাহিরপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নাজিম উদ্দীন জানান,সীমান্তের ওপার থেকে অবৈধভাবে কয়লা আনতে গিয়ে দুই কয়লা শ্রমিকের মৃত্যু হয়েছে।ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে,এবং মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ মর্গে পাঠানো হয়েছে।