ঢাকা | ডিসেম্বর ২৬, ২০২৪ - ১২:০৯ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

রাঙ্গুনিয়ায় এন এন কে ফাউন্ডেশনের ইফতার পেল আরো চারশত পরিবার

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Saturday, March 23, 2024 - 7:35 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 17 বার

রাঙ্গুনিয়া প্রতিবেদক:আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি’র পারিবারিক দাতব্য প্রতিষ্ঠান এন এন কে ফাউন্ডেশনের পক্ষ থেকে রাঙ্গুনিয়ার উপজেলার চার ইউনিয়নে আরো চার শতাধিক হত দরিদ্র মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়ছে।

শনিবার (২৩ মার্চ) দিনব্যাপী উপজেলার লালানগর, রাজানগর, ইসলামপুর ও দক্ষিণ রাজানগর ইউনিয়নে এই ইফতার সামগ্রী বিতরণ করা হয়। এদিন দুপুরে দক্ষিণ রাজানগর ইউনিয়নে ইফতার বিতরণ কালে সভাপতিত্ব করেন এন এন কে ফাউন্ডেশন দক্ষিণ রাজানগর শাখার সাধারণ সম্পাদক আলমগীর হোসেন তালুকদার।

প্রধান অতিথি ছিলেন এন এন কে’র কর্মকর্তা ও উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক জসিম উদ্দিন তালুকদার। আবুল কাশের’র সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগ নেতা মো. জামাল উদ্দিন, মাস্টার মুছা, জসিম উদ্দিন তালুকদার, রেজাউল করিম বুদ, মঈন উদ্দিন তালুকদার, রফিকুল ইসলাম রফু, মো. আজাদ প্রমুখ।

উল্লেখ্য, এন এন কে ফাউন্ডেশনের পক্ষ থেকে রাঙ্গুনিয়ার উপজেলার ১৫  ইউনিয়ন ও পৌরসভার ধারাবাহিকভাবে বিতরণ করা হচ্ছে।