ঢাকা | ডিসেম্বর ২৩, ২০২৪ - ২:২০ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

তানোর থানার অভিযানে হিরোইনসহ স্বামী স্ত্রী গ্রেফতার

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Saturday, March 30, 2024 - 7:34 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 36 বার

সোহানুল হক পারভেজ, রাজশাহী বিভাগীয় প্রধান: রাজশাহীর তানোর থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক সাম্রাজ্যের স্বামী স্ত্রীকে হিরোইন সহ গ্রেফতার করা হয়েছে। শুক্রবার ( ২৯ মার্চ) সিনিয়র সহকারী পুলিশ সুপার সোহেল রানা নির্দেশনায় অফিসার ইনচার্জ ওসি আব্দুর রহিমের নেতৃত্বে চৌকস পুলিশ টিমের (নিয়মিত) মাদক বিরোধী অভিযান চালিয়ে তানোর পৌর সদর এলাকার ঠাকুর পুকুর থেকে শীর্ষ মাদক ব্যবসায়ী আকরাম ও তার স্ত্রী শরিফাকে ২০ গ্রাম হিরোইন সহ তার বাসা থেকে গ্রেফতার করা হয়।এবিষয়ে তানোর থানার অফিসার ইনচার্জ ওসি আব্দুর রহিম বলেন, তানোর থানার তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী আকরাম হোসেন ও তার স্ত্রী শরিফা এর আগেও তারা কয়েকবার মাদক সহ গ্রেফতার হয়েছে। তারপরও তারা গোপনে এলাকায় হেরোইন ও ইয়াবার ব্যবসা করে আসছিলো। গোপন সংবাদের ভিত্তিতে তাদের বাসায় অভিযান চালিয়ে আকরাম ও তার স্ত্রী শরীফার দেহ তল্লাশি করে ২০ গ্রাম হিরোইন  সহ তাদের কে হাতে নাতে গ্রেফতার করা হয়েছে। আসামীদের বিরুদ্ধে মাদক বিরোধী আইনে মামলা রুজু করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।