ঢাকা | ডিসেম্বর ২৬, ২০২৪ - ৭:৪১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

লালমনিরহাটের সড়ক দুর্ঘটনায় নিহত ১ আহত ৬

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Saturday, April 20, 2024 - 4:07 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 31 বার

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে দিঘিরহাট নামক এলাকায় দুপুরে বুড়িমারী থেকে ছেড়ে আসা একটি বালু বোঝাই ট্রাক একটি যাত্রীবাহী ভ্যানের পেছনে ধাক্কা দেয়, এতে ভ্যান চালক সহ গুরুতর আহত হয় ৭ জন। তাদেরকে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে আশংঙ্কাজনক অবস্থায় ৩ জনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আব্দুল কাইয়ুম (৭০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়। বাকি ২ জন চিকিৎসাধীন অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। এবং হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪ জন চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। মৃত আব্দুল কাইয়ুমের বাড়ি লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার দক্ষিন ধুবনী এলাকায়। ঘাতক ট্রাকটিকে স্থানীয় লোকজন আটক করেছে।

মৃত আব্দুল কাইয়ুমের স্বজন সাইফুল ইসলাম জানান, তাদের নিজ বাড়ি থেকে হাতীবান্ধা মেডিকেল মোড়ের দিকে যাচ্ছিলেন। পিছন থেকে একটি ঘাতক ট্রাক ধাক্কা দিয়ে আহত ৭ হয়। পরে রংপুর মেডিকেলে আব্দুল কাইয়ুম মারা যায়।
এ বিষয়ে হাতীবান্ধা হাইওয়ে পুলিশ ইনচার্জ আরিফ হোসেন জানান, আজ দুপুরে দিঘিরহাট নামক এলাকায় একটি বালু বোঝাই ট্রাকের ধাক্কায় এক জনের মৃত্যু হয় এবং ৬ জন আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছে। ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে।